গড়িয়াহাট ITI কলেজে ‘মনোজিৎ মিশ্র মডেল’? স্থানীয়দের তীব্র ক্ষোভ, কলেজ চত্বরে রাতভর অসামাজিক কাজের অভিযোগ!

Last Updated:

কসবা ল কলেজ কাণ্ডের পর থেকে শহরের বিভিন্ন কলেজ চত্বর ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। গড়িয়াহাট ITI কলেজ তারই এক নতুন অধ্যায়?

গড়িয়াহাট ITI কলেজে ‘মনোজিৎ মিশ্র মডেল’? স্থানীয়দের তীব্র ক্ষোভ, কলেজ চত্বরে রাতভর অসামাজিক কাজের অভিযোগ!
গড়িয়াহাট ITI কলেজে ‘মনোজিৎ মিশ্র মডেল’? স্থানীয়দের তীব্র ক্ষোভ, কলেজ চত্বরে রাতভর অসামাজিক কাজের অভিযোগ!
কলকাতা: গড়িয়াহাট আইটিআই কলেজ ঘিরে তীব্র উত্তেজনা। কলেজে রাতভর বেপরোয়া কার্যকলাপে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা । তাদের দাবি, কলেজ চত্বরে চলছে ‘কসবা ল কলেজ’-এর পুনরাবৃত্তি। স্থানীয়দের অভিযোগ, এই কলেজেও রয়েছে মনোজিৎ মিশ্রের ঘনিষ্ঠদের একাধিপত্য। তাঁদেরই একজন, প্রাক্তন ছাত্র সঞ্জয় চৌধুরী, যিনি কলেজে মনোজিৎ ঘনিষ্ঠ বলেই পরিচিত । তাঁর দাপটেই নাকি কলেজে দিনের পর দিন চলে আসছে অসামাজিক কাজকর্ম।
স্থানীয়দের অভিযোগ ২০১২ সালে এই কলেজে ভর্তি হন সঞ্জয়। সাধারণত অন্যান্য ক্ষেত্রে ২ থেকে ৩ বছরের মধ্যে ছাত্রছাত্রীরা পাশ করে বেরিয়ে গেলেও প্রায় ১৩ বছর ধরে এই কলেজেই রয়েছে সঞ্জয়। এই কলেজে যথেষ্ট প্রভাবশালী সে। এমনকি আগে এক সময় এই কলেজের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকও ছিল।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, রাত ১২টার পরেও কলেজ খোলা থাকে। মধ্যরাতে কলেজ চত্বরে মদ্যপান ও হৈ-হুল্লোড় করা হয় । বেজে চলে উচ্চস্বরে গান, চলে জন্মদিনের পার্টি। যখন-তখন কলেজ ক্যাম্পাসে মেয়েদের ডেকে পাঠানো হয়, যা অত্যন্ত অস্বস্তিকর।প্রসঙ্গত কলেজে সঞ্জয় ঘনিষ্ঠদের এরকম বেপরোয়া আচরণের বেশ কিছু ছবিও সামনে এসেছে। কলেজ চত্বরে মদ্যপানের কিছু ভিডিও দেখিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
advertisement
এই সমস্ত অভিযোগ সামনে আসতেই প্রশ্ন উঠছে—একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে এইভাবে অসামাজিক কাজের আঁতুড়ঘরে পরিণত হল? স্থানীয়দের দাবি, অবিলম্বে কলেজ প্রশাসনেক বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করুক। এই বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষা দফতর হস্তক্ষেপ করুক এবং তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক।
প্রসঙ্গত, কসবা ল কলেজ কাণ্ডের পর থেকে শহরের বিভিন্ন কলেজ চত্বর ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসছে। গড়িয়াহাট ITI কলেজ তারই এক নতুন অধ্যায়?এই ঘটনায় এখনও কলেজ কর্তৃপক্ষ বা সঞ্জয় চৌধুরীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে স্থানীয়দের অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত শহরের শিক্ষা মহল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
গড়িয়াহাট ITI কলেজে ‘মনোজিৎ মিশ্র মডেল’? স্থানীয়দের তীব্র ক্ষোভ, কলেজ চত্বরে রাতভর অসামাজিক কাজের অভিযোগ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement