Ferry: বাংলার প্রথম সৌরশক্তি এবং ব্যাটারি চালিত বৈদ্যুতিন ফেরি, নজির গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থার

Last Updated:

ফেরিটির দৈর্ঘ্য ২৪ মিটার। ২৪৬ কিলোমিটার পাওয়ার যুক্ত এই ফেরিতে সর্বোচ্চ যাত্রীসংখ্যা হতে পারবে ১৫০ জন। কামরাগুলি শীতাতপ নিয়ন্ত্রিত। ইঞ্জিনের শব্দ থেকে শুরু করে কোনও ধরনের শব্দই পাবেন না যাত্রীরা। যাত্রা হবে একেবারে স্বচ্ছন্দে। পাশাপাশি এও জানা যাচ্ছে, উন্নত মানের প্রপেলার লাগানো রয়েছে।

ফেরিটির দৈর্ঘ্য ২৪ মিটার। ২৪৬ কিলোমিটার পাওয়ার যুক্ত এই ফেরিতে সর্বোচ্চ যাত্রীসংখ্যা হতে পারবে ১৫০ জন।
ফেরিটির দৈর্ঘ্য ২৪ মিটার। ২৪৬ কিলোমিটার পাওয়ার যুক্ত এই ফেরিতে সর্বোচ্চ যাত্রীসংখ্যা হতে পারবে ১৫০ জন।
কলকাতা: আবারও এক মাইলফলক স্পর্শ করল গার্ডেনরিচের জাহাজ নির্মাণ সংস্থা। পশ্চিমবঙ্গের GRSE তৈরি করল এই বাংলার প্রথম আন্তর্জাতিক মানের বৈদ্যুতিন ফেরি। এটি ডিজেল চালিত নয়, সৌরশক্তি ও ব্যাটারির সাহায্যে জলপথে চলাচল করবে এই জলযান। এর নাম দেওয়া হয়েছে ‘ঢেউ’।
ফেরিটির দৈর্ঘ্য ২৪ মিটার। ২৪৬ কিলোমিটার হর্স পাওয়ার যুক্ত এই ফেরিতে সর্বোচ্চ যাত্রীসংখ্যা হতে পারে ১৫০ জন। কামরাগুলি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ইঞ্জিনের শব্দ থেকে শুরু করে কোনও ধরনের শব্দই পাবেন না যাত্রীরা। যাত্রা হবে একেবারে স্বচ্ছন্দে। পাশাপাশি এও জানা যাচ্ছে, উন্নত মানের প্রপেলার লাগানো রয়েছে এতে। যার ফলে জলযানটির সর্বোচ্চ গতি হবে ১০ নট। অত্যাধুনিক এই ফেরির প্রায় ১৫’টি রাজ্য পরিবহণ দফতরকে দেবে তারা। ত্রিবেণী থেকে ডায়মন্ড হারবারের মধ্যে যে কোনও জায়গায় চলাচল করতে পারবে। এই মর্মে রাজ্য সরকারের সঙ্গে তাদের চুক্তি হয়েছে।
advertisement
advertisement
উপস্থিত সংস্থার মানবাধিকার বিভাগের জেনারেল ম্যানেজার লিপি দাস, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পি আর হরি প্রমুখ
উপস্থিত সংস্থার মানবাধিকার বিভাগের জেনারেল ম্যানেজার লিপি দাস, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পি আর হরি প্রমুখ
advertisement
এদিন ফেরিটিকে জলে নামানোর সময় সেখানে উপস্থিত ছিলেন সংস্থার মানবাধিকার বিভাগের জেনারেল ম্যানেজার লিপি দাস, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পি আর হরি প্রমুখ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ferry: বাংলার প্রথম সৌরশক্তি এবং ব্যাটারি চালিত বৈদ্যুতিন ফেরি, নজির গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement