Digitalization In Police Station In Alipore: এক ক্লিকেই মিলবে পুরানো কেস হিস্ট্রি! ডিজিটাল হয়ে গেল থানার মালখানা
- Published by:Suman Majumder
Last Updated:
আলিপুর থানায় ১৯৬৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সমস্ত নথির ডিজিটাইজেশন করা হল।
#আলিপুর: এবার ডিজিটালের ছোঁয়া আলিপুর থানায়। এতদিন কাগজ ভর্তি মালখানা যেন কার্যত মাথা ব্যাথা হয়ে উঠেছিল আলিপুর থানার মালখানা কর্তা ও আধিকারিকের। কাগজের স্তূপ আর ইদুরের দৌড় দেখতে দেখতে গুরুত্বপূর্ণ নথি বাঁচানো থানাগুলোর কাছে ছিল বড় দায়। কেস শেষ হলেও তার পারিপার্শ্বিক তথ্য, উদ্ধার হওয়া সামগ্রী ও নথি থেকেও ছিল না থাকার মতোই। বহু পুরানো হাজার হাজার কাগজ ও বাজেয়াপ্ত অস্ত্র, সোনা এবং টাকায় যেন হিসাব রাখা ছিল দায় আলিপুর থানার। এবার সেই জমা কাগজ ফেলে ডিজিটালের মাধ্যমে সমস্ত রেকর্ড রাখা হবে আলিপুর থানার ই-মালখানায়। ১৯৬৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সমস্ত নথির ডিজিটাইজেশন করা হল এবার।
আলিপুর আদালতের অনুমতি নিয়ে আলিপুর থানার ১৯৬৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সমস্ত নথি ডিজিটাল রেকর্ড করে কাগজগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত অস্ত্র পাঠানো হচ্ছে কাশীপুর গানশেল ফ্যাক্টরিতে। নোটবন্দির আগে পুরানো টাকা পাঠানো হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ায়। বর্তমানে চলতি টাকার জন্য কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনে একটি অ্যাকাউন্টে খুলে জমা রাখা হয়েছে। সোনাগুলো পাঠানো হবে কলকাতা পুলিশের সেন্ট্রাল মালখানায়, সেখান থেকে নিলাম করা হবে বলে জানানো হয়েছে। আলিপুর থানার অফিসার ইন চার্জ অরুপ বন্দোপাধ্যায় জানান, এই পদ্ধতিতে তাঁদের আরও সুবিধা হল। তবে থানার চারজনের অনুমতি ছাড়া আর কারোর অনুমতি থাকছে না মালখানায় প্রবেশের।
advertisement
আগে মালখানায় যাতায়াত ছিল সবার। অনুমতিতে কোনও অসুবিধাও ছিল না। এবার আলিপুর থানায় সেই অনুমতি মিলবে শুধুমাত্র মালখানা কর্তা ও সহকারী সহ থানার অফিসার ইন চার্জ ও অতিরিক্ত অফিসার ইন চার্জের। মালখানায় প্রবেশ করতে সবার জন্য একটি করে কার্ড ও পার্সওয়াড তৈরি করা হয়েছে। মালখানাতে থাকবে সিসিটিভির নজরদারি। সর্বদা সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে এই মালখানায়। এবার আর কথায় কথায় মালখানার ফাইল নিয়ে যেতে হবে না লালবাজার। এক ক্লিকেই মিলবে তথ্য।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 31, 2021 11:07 PM IST