লখিমপুরের ঘটনার কড়া সমালোচনা প্রিয়াঙ্কা-অখিলেশের, আবারও তোলপাড় উত্তরপ্রদেশ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Lakhimpur Incident || উত্তরপ্রদেশ সরকারের তুমুল নিন্দা করেছেন প্রিয়ঙ্কা গান্ধি ও অখিলেশ যাদব৷
#লখিমপুর: লখিমপুর খেরির ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের কড়া সামলোচনা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি৷ কংগ্রেস নেত্রী বলেন, “দুই বোনকে খুনের ঘটনা হৃদয় বিদারক। পরিবার বলেছে, দিনের আলোয় সকলের চোখের সামনে থেকে মেয়ে দুটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রোজ টিভি ও সংবাদপত্রে বিজ্ঞাপন দিলেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না৷”
लखीमपुर (उप्र) में दो बहनों की हत्या की घटना दिल दहलाने वाली है। परिजनों का कहना है कि उन लड़कियों का दिनदहाड़े अपहरण किया गया था।
रोज अखबारों व टीवी में झूठे विज्ञापन देने से कानून व्यवस्था अच्छी नहीं हो जाती।आखिर उप्र में महिलाओं के खिलाफ जघन्य अपराध क्यों बढ़ते जा रहे हैं? pic.twitter.com/A1K3xvfeUI— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) September 14, 2022
advertisement
advertisement
ট্যুইটে সরব হয়েছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও৷
निघासन पुलिस थाना क्षेत्र में 2 दलित बहनों को अगवा करने के बाद उनकी हत्या और उसके बाद पुलिस पर पिता का ये आरोप बेहद गंभीर है कि बिना पंचनामा और सहमति के उनका पोस्टमार्टम किया गया। लखीमपुर में किसानों के बाद अब दलितों की हत्या ‘हाथरस की बेटी’ हत्याकांड की जघन्य पुनरावृत्ति है। pic.twitter.com/gFmea4bAUc
— Akhilesh Yadav (@yadavakhilesh) September 14, 2022
advertisement
২০১৪ সালের কোনও এক সকালে এক ভয়াবহ দৃশ্য দেখে থমকে গিয়েছিল গোটা গ্রাম৷ গাছের ডাল থেকে ঝুলছে দুই কিশোরীর মৃতদেহ৷ শিউরে উঠেছিল গোটা দেশ৷ বেশ কিছু বছর পর সেই ভয়াবহতা তুলে ধরা হয়েছিল আর্টিকেল ১৫ ছবির মাধ্যমেও৷ আট বছরের পরের সেই ভয়ানক স্মৃতি ফিরে এল উত্তরপ্রদেশে৷ বদায়ুঁর ঘটনারই পুনরাবৃত্তি লখিমপুর খেরিতে৷
advertisement
দুই দলিত কন্যা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তোলপাড় লখিমপুর। পুলিশ সূত্রে খবর, একজনের বয়স ১৭ এবং অন্যজনের বয়স ১৫। নিগহাসান থানা এলাকার একটি গাছ থেকে তাদের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দুই নাবালিকা সম্পর্কে দুই বোন৷ তাদের মায়ের অভিযোগ, মেয়েদের হত্যা করা হয়েছে। তাঁর দাবি, কয়েকজন যুবক বাইকে করে ওই নাবালিকদের অপহরণ করেছিল। অভিযোগের ভিত্তিতে খুন, ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
advertisement
ঘটনায় গ্রেফতার করা হয়েছে সুহেল, জুনায়েদ, হাফিজুল রহমান, করিমুদ্দিন ও আরিফ নামের ৫ যুবককে। ছোটু নামে আরও একজন যে অভিযুক্তদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশ প্রধান সঞ্জীব সুমন সাংবাদিকদের বলেন, দুই নাবালিকাকে একটি আখ খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে সুহেল ও জুনায়েদ৷ সুহেল ও জুনায়েদের সঙ্গে দুই বোনের বন্ধুত্ব ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, "মেয়েরা বিয়ের জন্য জেদ করলে, পুরুষরা তাদের দোপাট্টা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর করিমুদ্দিন এবং আরিফ ঘটনাস্থলে এসে ঢাকতে সাহায্য করে। তারা মৃতদেহ গাছে ঝুলিয়ে রেখেছিল যাতে এটিকে আত্মহত্যার মতো দেখায়।" .
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
September 15, 2022 11:59 AM IST