কৃষক বিক্ষোভে একজোট হওয়ার বার্তা || কলকাতায় বৈঠকে তৃণমূল-শিরোমনি আকালি
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
অকালি নেতা প্রেম সিং চান্দুমাজরার নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে তৃণমূল ভবনে আয়োজিত এই বৈঠকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন উপস্থিত ছিলেন।
#কলকাতা: কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে আগামী দিনে কৃষক আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে তৃণমূল কংগ্রেস আজ কলকাতায় শিরোমনি আকালি দলের সঙ্গে বৈঠক করল।
অকালি নেতা প্রেম সিং চান্দুমাজরার নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দলের সঙ্গে তৃণমূল ভবনে আয়োজিত এই বৈঠকে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়েন উপস্থিত ছিলেন। কৃষি আইন প্রত্যাহারের জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করতে বিরোধী দলগুলোকে একজোট করে যে ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন তৃণমূল কংগ্রেস তার সবটাই করবে বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় পরে সাংবাদিকদের জানিয়েছেন।
advertisement
কৃষি আইনের বিরোধিতা করে কৃষক সংগঠনগুলির আগামী মঙ্গলবার দেশজুড়ে যে ভারত বনধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের তাকে নৈতিক সমর্থন আছে বলেও সুদীপবাবু জানিয়েছেন। উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। এছাড়াও তিনি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে একই বিষয়ে আলোচনা করেন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 05, 2020 8:09 PM IST