#কলকাতা: স্কুলের পোশাকে কেন থাকবে বিশ্ব বাংলার লোগো? রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল ছাত্র সংগঠন এআইএসএফ৷ স্কুলের ব্যাচের বদলে কেন ছাত্রছাত্রীদের পোশাকে বিশ্ব বাংলার লোগো থাকবে, সেই প্রশ্ন তুলেই মামলা দায়ের করা হয়েছে৷
মামলাকারীদের তরফে যুক্তি দেওয়া হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন পণ্যের বিপণনে এই বিশ্ব বাংলা লোগোর ব্যবহার করা হয়৷ স্কুলের পোশাকে কেন এই লোগো থাকবে, সেই প্রশ্ন তুলেছেন মামলাকারীরা৷
আরও পড়ুন: সরকারি স্কুলে নীল-সাদা পোশাকে ‘বিশ্ব বাংলা’? সমগ্র শিক্ষা মিশনের নয়া নির্দেশিকায় জল্পনা
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, রাজ্য সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে পোশাকের রং হবে অভিন্ন৷ সব স্কুলের পোশাকই হবে নেভি ব্লু এবং সাদা৷ স্কুলের পোশাকের উপরে দেখা যাবে বিশ্ব বাংলার লোগো৷ যে লোগো পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব৷
স্কুলের পোশাকের রংকে নীল সাদা করে দেওয়া এবং তার উপরে বিশ্ব বাংলার লোগো রাখার এই সিদ্ধান্তের সমালোচনা শুরু করেছে বিরোধীরা৷ সোমবার দিল্লি যাওয়ার আগে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, যে প্রকল্পের আওতায় রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের পোশাক দেয়, তার অর্থ জোগায় কেন্দ্র৷ স্কুল পড়ুয়াদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Calcutta High Court, School