West Bengal School Uniform Controversy: স্কুল ড্রেসে কেন বিশ্ব বাংলার লোগো? জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

Last Updated:

কয়েকদিন আগেই রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, রাজ্য সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে পোশাকের রং হবে অভিন্ন (West Bengal School Uniform Controversy)৷

স্কুলের পোশাকে থাকবে বিশ্ব বাংলার এই লোগো৷
স্কুলের পোশাকে থাকবে বিশ্ব বাংলার এই লোগো৷
#কলকাতা: স্কুলের পোশাকে কেন থাকবে বিশ্ব বাংলার লোগো? রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সোমবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল ছাত্র সংগঠন এআইএসএফ৷ স্কুলের ব্যাচের বদলে কেন ছাত্রছাত্রীদের পোশাকে বিশ্ব বাংলার লোগো থাকবে, সেই প্রশ্ন তুলেই মামলা দায়ের করা হয়েছে৷
মামলাকারীদের তরফে যুক্তি দেওয়া হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন পণ্যের বিপণনে এই বিশ্ব বাংলা লোগোর ব্যবহার করা হয়৷ স্কুলের পোশাকে কেন এই লোগো থাকবে, সেই প্রশ্ন তুলেছেন মামলাকারীরা৷
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, রাজ্য সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে পোশাকের রং হবে অভিন্ন৷ সব স্কুলের পোশাকই হবে নেভি ব্লু এবং সাদা৷ স্কুলের পোশাকের উপরে দেখা যাবে বিশ্ব বাংলার লোগো৷ যে লোগো পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব৷
advertisement
স্কুলের পোশাকের রংকে নীল সাদা করে দেওয়া এবং তার উপরে বিশ্ব বাংলার লোগো রাখার এই সিদ্ধান্তের সমালোচনা শুরু করেছে বিরোধীরা৷ সোমবার দিল্লি যাওয়ার আগে বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, যে প্রকল্পের আওতায় রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের পোশাক দেয়, তার অর্থ জোগায় কেন্দ্র৷ স্কুল পড়ুয়াদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal School Uniform Controversy: স্কুল ড্রেসে কেন বিশ্ব বাংলার লোগো? জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement