ঘন কুয়াশায় 'সাদা' হয়ে গিয়েছে কলকাতা বিমানবন্দর! ব্যাহত বিমান পরিষেবা, কী অবস্থা দেখুন

Last Updated:

Kolkata Airport: সোমবার ভোর ৪টে থেকে দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যায়। এরফলে বিমান পরিষেবা ব্যাহত হয়।

ঘন কুয়াশায় সাদা হয়ে গিয়েছে কলকাতা বিমানবন্দর! ব্যাহত বিমান পরিষেবা, কী অবস্থা দেখুন
ঘন কুয়াশায় সাদা হয়ে গিয়েছে কলকাতা বিমানবন্দর! ব্যাহত বিমান পরিষেবা, কী অবস্থা দেখুন
কলকাতা:  কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত। দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত কলকাতা বিমানবন্দরে। সোমবার ভোর ৪টে থেকে দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যায়। এরফলে বিমান পরিষেবা ব্যাহত হয়। এখন দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে থাকায় কলকাতা বিমানবন্দর থেকে কোন বিমান প্রস্থান অর্থাৎ ডিপারচার করেনি।
অন্যদিকে যে সমস্ত বিমানে ক্যাট-৩ বি ব্যবস্থা রয়েছে সেই সমস্ত বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। বিমানবন্দর সূত্রে খবর, এখন পর্যন্ত ২-৩টি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়াতেই এই বিপত্তি দেখা দিয়েছে।
advertisement
advertisement
সপ্তাহের প্রথম ও দ্বিতীয় দিন ঘন কুয়াশার সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ৫ ও দক্ষিণবঙ্গের দশ জেলায় ঘন কুয়াশার দাপট। আগামীকালও চলবে কুয়াশার ঘনঘটা। দৃশ্যমানতা ৫০ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে কোথাও কোথাও।
advertisement
এই পরিস্থিতিতে অচল হয়ে পড়ছে যানবাহন পরিষেবা। বাইপাসে সায়েন্স সিটির কাছে দৃশ্যমানতা খুবই কম। রাস্তায় ঘন কুয়াশায় গাড়ি চালানোর সময় যেমন দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, তেমনই বিঘ্ন ঘটছে রেল এবং বিমান পরিষেবায়। দৃশ্যমানতা কম থাকায় ট্রেন দেরিতে চলছে। কুয়াশার কারণে দুই রাজধানী এক্সপ্রেস লেট। কুয়াশার চাদরে আকাশ ঢেকে থাকায় বিমান পরিষেবা একেবারেই বিপর্যস্ত।
বাংলা খবর/ খবর/কলকাতা/
ঘন কুয়াশায় 'সাদা' হয়ে গিয়েছে কলকাতা বিমানবন্দর! ব্যাহত বিমান পরিষেবা, কী অবস্থা দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement