ঘন কুয়াশায় 'সাদা' হয়ে গিয়েছে কলকাতা বিমানবন্দর! ব্যাহত বিমান পরিষেবা, কী অবস্থা দেখুন
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
Kolkata Airport: সোমবার ভোর ৪টে থেকে দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যায়। এরফলে বিমান পরিষেবা ব্যাহত হয়।
কলকাতা: কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা ব্যাহত। দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত কলকাতা বিমানবন্দরে। সোমবার ভোর ৪টে থেকে দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যায়। এরফলে বিমান পরিষেবা ব্যাহত হয়। এখন দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে থাকায় কলকাতা বিমানবন্দর থেকে কোন বিমান প্রস্থান অর্থাৎ ডিপারচার করেনি।
অন্যদিকে যে সমস্ত বিমানে ক্যাট-৩ বি ব্যবস্থা রয়েছে সেই সমস্ত বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। বিমানবন্দর সূত্রে খবর, এখন পর্যন্ত ২-৩টি বিমান কলকাতা বিমানবন্দরে অবতরন করতে পেরেছে। দৃশ্যমান্যতা ৫০ মিটারের নীচে নেমে যাওয়াতেই এই বিপত্তি দেখা দিয়েছে।
advertisement
advertisement

সপ্তাহের প্রথম ও দ্বিতীয় দিন ঘন কুয়াশার সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ৫ ও দক্ষিণবঙ্গের দশ জেলায় ঘন কুয়াশার দাপট। আগামীকালও চলবে কুয়াশার ঘনঘটা। দৃশ্যমানতা ৫০ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে থাকবে কোথাও কোথাও।
advertisement

এই পরিস্থিতিতে অচল হয়ে পড়ছে যানবাহন পরিষেবা। বাইপাসে সায়েন্স সিটির কাছে দৃশ্যমানতা খুবই কম। রাস্তায় ঘন কুয়াশায় গাড়ি চালানোর সময় যেমন দুর্ঘটনার ঝুঁকি রয়েছে, তেমনই বিঘ্ন ঘটছে রেল এবং বিমান পরিষেবায়। দৃশ্যমানতা কম থাকায় ট্রেন দেরিতে চলছে। কুয়াশার কারণে দুই রাজধানী এক্সপ্রেস লেট। কুয়াশার চাদরে আকাশ ঢেকে থাকায় বিমান পরিষেবা একেবারেই বিপর্যস্ত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2025 8:24 AM IST