কলকাতায় দূষণ চলছেই, স্বাভাবিকের অনেক উপরে দূষণসূচক
Last Updated:
দীপাবলির পর পেরিয়েছে ছটপুজোও, তবু কমছে না কলকাতার দূষণ।
#কলকাতা: দীপাবলির পর ছট পুজোতেও কলকাতায় দূষণ চলছেই। রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া থেকে রবীন্দ্র ভারতী- দূষণসূচক বিপদমাত্রার অনেকটাই উপরে।
রবীন্দ্র সরোবর, ভিক্টোরিয়া, রবীন্দ্র ভারতী - কলকাতার একপ্রান্ত থেকে অপরপ্রান্ত। দূষণসূচকে চলছে কাঁটায় কাঁটায় টক্কর। দীপাবলির পর পেরিয়েছে ছটপুজোও, তবু কমছে না কলকাতার দূষণ।
--প্রতি ঘনমিটার বাতাসে ৬০ মাইক্রোগ্রাম সূক্ষ্ম ধূলিকণা থাকা এ দেশে স্বাভাবিক
advertisement
-রবিবার সকাল ১১টা পর্যন্ত রবীন্দ্র সরোবরে এই পরিমাণ ছিল ১৯০ মাইক্রোগ্রামের আশেপাশেই
-রবিবার ভিক্টোরিয়ায় এই পরিমাণ ছিল সর্বনিম্ন ১৬১ মাইক্রোগ্রাম, সর্বোচ্চ ২১৫ মাইক্রোগ্রাম
advertisement
- রবীন্দ্র ভারতীতে বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ সর্বনিম্ন ১৭৩ মাইক্রোগ্রাম, সর্বোচ্চ ২২৩ মাইক্রোগ্রাম
দীপাবলি বা ছট পুজোর বাজির জন্য তো বটেই, তবে বিশেষজ্ঞদের দাবি দূষণের পিছনে রয়েছে আরও অনেক বড় কারণ। যেমন, পুরোন গাড়ির ধোঁওয়া, শহরের বিভিন্ন খাবারের দোকানের মাটির উনুন, কলকাতার আশেপাশে ফসলের গোঁড়া জ্বালানো।
কয়েকদিন পরেই ইডেনে ঐতিহাসিক দিনরাতের টেস্ট। হাজির থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রীও। তার আগে প্রশাসনের চিন্তা বাড়াচ্ছে কলকাতার দূষণ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2019 10:21 PM IST