মেলার মাঠে রোবট প্রশিক্ষণ, নতুন প্রজন্মের কচিকাচাদের হাতেনাতে AI-এর ধারণা
- Published by:Siddhartha Sarkar
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
পার্ক সার্কাসের মিলন উৎসবে এবার কচিকাচাদের ভিড় ছিল সায়েন্স প্রদর্শনীতে। সবার নজর ছিল ‘রোবট অন্নপূর্ণা’-য়।
কলকাতা: মেলার মাঠে রোবট প্রশিক্ষণ। নতুন প্রজন্মের কচিকাচাদের হাতেনাতে AI (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)-এর ধারণা দেওয়া। কলকাতার পার্ক সার্কাস ময়দানে সম্প্রতি এই রোবট প্রশিক্ষণের আয়োজন করেছিল রাজ্য সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম।
পার্ক সার্কাসের মিলন উৎসবে এবার কচিকাচাদের ভিড় ছিল সায়েন্স এক্সিবিশনে। সবার নজর ছিল ‘রোবট অন্নপূর্ণা’-য়।
এই ‘অন্নপূর্ণা’ কথা বলে। নিজের পরিচয়ও দেয়। বাচ্চাদের মনে প্রশ্ন এই রোবট কাজ করে কী ভাবে ? শিশু মনে এই প্রশ্নের উত্তর জোগাতেই রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আয়োজন করেছিল বিশেষ প্রশিক্ষণের। সায়েন্স এক্সিবিশনের এই প্রশিক্ষণ চলে তিন দিন ধরে। হায়দরাবাদের একটি সংস্থা এসেছিল প্রশিক্ষণ দিতে। শুধু রোবট নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, থ্রিডি প্রিন্টিং, কোডিং-সহ বিভিন্ন প্রযুক্তি বিদ্যার সঙ্গে সরল সহজ ভাবে শিশু মনের আলাপ ঘটিয়ে দেওয়াই ছিল এই প্রদর্শনীর উদ্দেশ্য।
advertisement
advertisement
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দিয়ে রোবট কীভাবে কাজ করে। সেন্সর কি? কম্পিউটার, মোবাইল-সহ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি কীভাবে আমাদের জীবনে জড়িয়ে আছে, তা হাতে কলমে দেখে খুশি স্কুল-পড়ুয়ারা। নাফিসা মণ্ডল। স্কুল পড়ুয়া। এই ধরনের প্রশিক্ষণে এসে রীতিমতো অবাক। এতদিন ধরে মোবাইল কম্পিউটার ব্যবহার করেছে ৷ কিন্তু কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্সরের মাধ্যমে কাজ করে, সে সব কিছু দেখে উৎসাহিত প্রত্যেকেই। রোবট অন্নপূর্ণাকে নিয়ে রীতিমত কৌতুহল স্কুল পড়ুয়াদের মধ্যে।
advertisement

তিন দিনের এই প্রশিক্ষণে হায়দরাবাদের প্রযুক্তিবিদরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন আগামী দিনের প্রযুক্তি। এভাবেই স্কুল পড়ুয়া এবং নতুন প্রজন্মকে আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহল করতে চাইছে রাজ্য সরকার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 9:43 AM IST