সুখবর: ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া, জানালেন শিক্ষামন্ত্রী
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া দুভাবে সম্পন্ন হবে ৷
#কলকাতা: ১ অগাস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক উত্তীর্ণদের একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া ৷ সাংবাদিক বৈঠকে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া দুভাবে সম্পন্ন হবে ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যারা নিজেদের স্কুলে ভর্তি হবেন ১ অগাস্ট থেকে ১০ ই আগস্টের মধ্যে সেই ব্যবস্থা করা হবে ৷ কোনও পড়ুয়া যদি নিজের স্কুলে না পড়ে অন্য স্কুলে পড়তে চান সেক্ষেত্রে ১১ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালাবে স্কুল ৷
advertisement
নিজেদের স্কুলে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পড়ুয়ারা ৷ তবে বিষয়ভিত্তিক অ্যাডমিশনের ক্ষেত্রে নম্বরের মানদন্ড নির্ধারণের বিষয়টি শিক্ষা দফতর স্কুলের হাতেই ছাড়ছে ৷
advertisement
বুধবার সকালে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল ৷ করোনা আবহে বন্ধ আপাতত বন্ধ স্কুল ৷ করোনা পরিস্থিতির জেরে মার্কশিট দেওয়ার ক্ষেত্রে রদবদল এনেছে পর্ষদ। এবার অভিভাবকদের হাতে মার্কশিট তুলে দেবে স্কুল কর্তৃপক্ষ। ২২ ও ২৩ জুলাই স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে।
advertisement
স্কুলে ভর্তির ক্ষেত্রেও করোনা পরিস্থিতিতে অভিভাবকদেরই সম্পূর্ণ করোনা স্বাস্থ্য বিধি মেনে আসার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ৷ পড়ুয়াদের বদলে তারাই মার্কশিট ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ভর্তি প্রক্রিয়ার জন্য স্কুলে আসবেন ৷ স্কুলগুলিও স্যানিটাইজেশনের পর সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন ৷
ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result)
advertisement
১৩৯ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হল। মে মাসে ফলপ্রকাশের কথা থাকলেও করোনা পরিস্থিতির জেরে প্রায় দু মাস পিছিয়ে যায়। এ বছর মাধ্যমিকে পাশের হার বেড়ে ৮৬.৩৪% হয়েছে। পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি। তারপরই রয়েছে পশ্চিম মেদিনীপুর ও কলকাতা। তবে প্রথম দশের মেধাতালিকায় কলকাতার কোনও স্কুলের নাম নেই।
advertisement
Somraj Bandopadhyay
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
July 15, 2020 2:09 PM IST