সুখবর: ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া, জানালেন শিক্ষামন্ত্রী

Last Updated:

একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া দুভাবে সম্পন্ন হবে ৷

#কলকাতা: ১ অগাস্ট থেকে শুরু হয়ে যাচ্ছে মাধ্যমিক উত্তীর্ণদের একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া ৷ সাংবাদিক বৈঠকে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া দুভাবে সম্পন্ন হবে ৷ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, যারা নিজেদের স্কুলে ভর্তি হবেন ১ অগাস্ট থেকে ১০ ই আগস্টের মধ্যে সেই ব্যবস্থা করা হবে ৷ কোনও পড়ুয়া যদি নিজের স্কুলে না পড়ে অন্য স্কুলে পড়তে চান সেক্ষেত্রে ১১ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চালাবে স্কুল ৷
advertisement
নিজেদের স্কুলে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পড়ুয়ারা ৷ তবে বিষয়ভিত্তিক অ্যাডমিশনের ক্ষেত্রে নম্বরের মানদন্ড নির্ধারণের বিষয়টি শিক্ষা দফতর স্কুলের হাতেই ছাড়ছে ৷
advertisement
বুধবার সকালে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফল ৷ করোনা আবহে বন্ধ আপাতত বন্ধ স্কুল ৷  করোনা পরিস্থিতির জেরে মার্কশিট দেওয়ার ক্ষেত্রে রদবদল এনেছে পর্ষদ। এবার অভিভাবকদের হাতে মার্কশিট তুলে দেবে স্কুল কর্তৃপক্ষ। ২২ ও ২৩ জুলাই স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে।
advertisement
স্কুলে ভর্তির ক্ষেত্রেও করোনা পরিস্থিতিতে অভিভাবকদেরই সম্পূর্ণ করোনা স্বাস্থ্য বিধি মেনে আসার কথা বলেছেন শিক্ষামন্ত্রী ৷ পড়ুয়াদের বদলে তারাই মার্কশিট ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ভর্তি প্রক্রিয়ার জন্য স্কুলে আসবেন ৷ স্কুলগুলিও স্যানিটাইজেশনের পর সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন ৷
ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা রেজাল্ট দেখতে লগ ইন করুন- www.news18bangla.com-এ ৷ এরপর রোল নম্বরের (Roll Number) পাশাপাশি জন্ম তারিখ (Date Of Birth ) দিন ৷ তারপর ক্লিক করুন চেক রেজাল্টে (Check Result)
advertisement
১৩৯ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ হল। মে মাসে ফলপ্রকাশের কথা থাকলেও করোনা পরিস্থিতির জেরে প্রায় দু মাস পিছিয়ে যায়। এ বছর মাধ্যমিকে পাশের হার বেড়ে ৮৬.৩৪% হয়েছে। পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি। তারপরই রয়েছে পশ্চিম মেদিনীপুর ও কলকাতা। তবে প্রথম দশের মেধাতালিকায় কলকাতার কোনও স্কুলের নাম নেই।
advertisement
Somraj Bandopadhyay
বাংলা খবর/ খবর/কলকাতা/
সুখবর: ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে মাধ্যমিক উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া, জানালেন শিক্ষামন্ত্রী
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement