Adhir Ranjan Chowdhury: উত্তরপ্রদেশের বিজেপি ত্যাগ করছেন নেতা-মন্ত্রী-বিধায়করা, যা বললেন অধীর চৌধুরী!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Adhir Ranjan Chowdhury: মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে বুধবার সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।
লোকসভার পরিষদীয় বিরোধী দলনেতা (Adhir Ranjan Chowdhury) এদিনের সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) কটাক্ষ করে বলেন, "সকলে এখন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এত চিন্তিত কেন তা আমার জানা নেই এত দিন যখন লক্ষ্য লক্ষ্য কৃষক দিল্লির বর্ডারে আন্দোলন করছিল সেই আন্দোলনের ৭০০ জন কৃষকের মৃত্যু হয়েছে তখন কারও চিন্তা ছিল না? প্রধানমন্ত্রী তাদের সঙ্গে একবারও কথা বলেননি পর্যন্ত।"
advertisement
advertisement
বুধবারের সাংবাদিক বৈঠকে বহরমপুর সংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury) নির্বাচন কমিশনকে কটাক্ষ করে বলেন, 'দন্ত বিহীন ব্যাঘ্র'। একইসঙ্গে তিনি বলেন আইন তৃণমূলের জন্য নয় সমস্ত আইন বিরোধী দলের জন্য তাই বিপুল সংখ্যক লোক নিয়ে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। বহরমপুরের ভাগাড় সমস্যা নিয়ে এদিন সাংবাদিক বৈঠক থেকে উদ্বেগ প্রকাশ করেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিনের সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী আরও বলেন শুধু স্বামী বিবেকানন্দর জন্মদিন নয় বিজেপি ধর্ম নিয়ে ব্যবসা করছে।
advertisement
এরই মধ্যে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিজেপি ত্যাগ করছেন বিধায়ক মন্ত্রীরা। সেই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী বলেন, "বিজেপির রাস যত আলগা হচ্ছে তত সংকীর্ণ হবে এই দল এবং আগামী দিনে আরও বাড়বে এই প্রবণতা।" একইসঙ্গে তিনি বলেন, "আমাদের দেশের দারিদ্রতা বেড়ে গিয়েছে। বেকারত্ব হু হু করে বাড়ছে। দেশের সম্পদ বিক্রি হচ্ছে। বাংলাদেশ আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ, নেপাল, ভুটান আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। আজকে পৃথিবীতে আমরা দারিদ্রতম তালিকাতে আছি। মোদির দয়াতে আমরা আজ দারিদ্র সীমার মধ্যে আছি" এমন মন্তব্যেও তীব্র কটাক্ষ শানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 13, 2022 11:42 AM IST