তাজপুর বন্দর পেল আদানি, সাংবাদিক বৈঠক থেকে জানালেন ফিরহাদ হাকিম

Last Updated:

রাজ্যের তরফে সোমবার সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম জানালেন, একাধিক সংস্থা এই গ্লোবাল টেন্ডারে অংশগ্রহণ করেছিল৷

হবে বন্দরের কাজ
হবে বন্দরের কাজ
#কলকাতা: তাজপুর বন্দর পেল আদানি গোষ্ঠী, সোমবার এই কথা জানালেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম৷ অনেকদিন ধরেই এই বন্দর নিয়ে নানারকম আলোচনা চলছিল৷ তার মধ্যেই খবর এল, তাজপুর বন্দর পেয়েছে আদানি৷
রাজ্যের তরফে সোমবার সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম জানালেন, একাধিক সংস্থা এই গ্লোবাল টেন্ডারে অংশগ্রহণ করেছিল৷ সেই টেন্ডার পেয়েছে আদানি৷ এই বন্দরের বিল্ড ও অপারেট সিস্টেম পরিচালনা করবে আদািন গ্রুপ৷ ফিরহাদ জানিয়েছেন, এর ফলে রাজ্যে কয়েক লক্ষ লোকের কর্মসংস্থান হবে৷ পাশাপাশি, ফিরহাদ বলেন, এই নির্মাণে কেন্দ্রীয় সরকার কোনও রকম সাহায্য করেনি৷ রাজ্য নিজেই উদ্যোগী হয়ে রাজ্য ব্যবস্থা করেছে বলে দাবি করেছেন তিনি৷
advertisement
আরও পড়ুন: হাত বদল হয়ে যাচ্ছে সম্পত্তি, দিল্লিতে সায়গলের মা- স্ত্রীকে তলব করল ইডি
এক সপ্তাহ আগে থেকেই মনে করা হচ্ছিল, এ বারে তাজপুর বন্দর পাবে আদানি৷ কলকাতার বিশ্ব বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন, দ্রুত তৈরি হবে তাজপুর বন্দরের নির্মাণ৷ তিনি বলেছিলেন, ২০২৫ সালের মধ্যে তৈরি হয়ে যাবে এই গভীর সমুদ্রবন্দর৷ যদিও টেন্ডার পাওয়ার বিষয়ে নাম উঠে আসে জিন্দালদেরও৷ যদিও শেষ পর্যন্ত বন্দর পাচ্ছে আদানি গোষ্ঠী৷
advertisement
advertisement
Abir Ghosal
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তাজপুর বন্দর পেল আদানি, সাংবাদিক বৈঠক থেকে জানালেন ফিরহাদ হাকিম
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement