Saigal Hossain: হাত বদল হয়ে যাচ্ছে সম্পত্তি, দিল্লিতে সায়গলের মা- স্ত্রীকে তলব করল ইডি

Last Updated:

ইডি এবং সিবিআই-এর অভিযোগ, গরু পাচারের কারবারে অনুব্রত মণ্ডলের ডান হাত ছিলেন সায়গল৷

সায়গলকে নিয়ে ধাক্কা খেল ইডি৷
সায়গলকে নিয়ে ধাক্কা খেল ইডি৷
#কলকাতা: গরু পাচার কাণ্ডে এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের মা এবং স্ত্রীকে দিল্লিতে তলব করল ইডি৷ সূত্রের খবর, সায়গলের মা এবং স্ত্রীর নামেও বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে৷ সায়গলের গ্রেফতারির পর থেকেই সেই সমস্ত সম্পত্তির হাতবদল করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর রয়েছে ইডি-র কাছে৷ তাই সম্পত্তি কেনার আয়ের উৎস কোথা থেকে পাওয়া গেল, সায়গলের মা এবং স্ত্রীকে জেরা করে তা জানতে চায় ইডি৷
গরু পাচার কাণ্ডে সায়গল হোসেনকে আগেই গ্রেফতার করেছিল সিবিআই৷ এই মুহূর্তে আসানসোল জেলে বন্দি রয়েছেন তিনি৷ কয়েকদিন আগেই সায়গল থেকে হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানিয়েছিল ইডি৷ যদিও সেই আবেদন মঞ্জুর করেনি আদালক৷ এবার তাই চলতি সপ্তাহেই দিল্লিতে সদর দফতরে সায়গলের মা এবং স্ত্রীকে তলব করা হল৷
advertisement
advertisement
যদিও ইডি-র পদক্ষেপের পাল্টা আইনি পথে যেতে পারে সায়গলের পরিবার৷ সূত্রের খবর, ইডি তলবের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন সায়গলের মা এবং স্ত্রী৷
ইডি এবং সিবিআই-এর অভিযোগ, গরু পাচারের কারবারে অনুব্রত মণ্ডলের ডান হাত ছিলেন সায়গল৷ তদন্তে নেমে সায়গলের বিপুল সম্পত্তির খোঁজও মিলেছে৷ এমন কি, সায়গলের পরিবারের সদস্য, আত্মীয়দের নামেও প্রচুর পরিমাণে সম্পত্তির হদিশ মিলেছে৷ যা তাঁদের আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন৷ এই বিপুল সম্পত্তির পিছনে আসলে গরু পাচারের টাকাই রয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Saigal Hossain: হাত বদল হয়ে যাচ্ছে সম্পত্তি, দিল্লিতে সায়গলের মা- স্ত্রীকে তলব করল ইডি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement