নিকো পার্কের রাস্তায় পথ দুর্ঘটনা, দ্রুত গতির বাইকের বলি চালক নিজেই
- Published by:Pooja Basu
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
বাইকে দু’জন ছিল৷ ডিভাইডারে ধাক্কা মারার সময়ই একজন ছিটকে যায় আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকে৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
কলকাতা: নিকো পার্কের আগে পথ দুর্ঘটনা৷ একজনের মৃত্যু হয়েছে৷ একটি বাইক বেপরোয়া ভাবে নিউটাউনের দিক থেকে উইপ্রো ব্রিজ হয়ে বাইপাসের দিকে যাচ্ছিল। ব্রিজ থেকে নামার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইক৷ সেই বাইকে দু’জন ছিল৷ ডিভাইডারে ধাক্কা মারার সময়ই একজন ছিটকে যায় আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকে৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিউ টাউন থেকে বাইপাসের দিকে আসছিল বাইকের চালক৷ দ্রুত গতিতে আসছিল বলে পুলিশ সূত্রে খবর৷ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি পিলারে ধাক্কা মারে৷ বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হয় এবং পিছনে বসে থাকা একজন ছিটকে পড়ে যান৷ স্কুটি চালককে গুরুতর জখম অবস্থায় ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বাইকচালকের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছিল। তাঁর মাথা, কোমর ও পায়ে চোট গুরুতর লেগেছিল। বিধাননগর হাসপাতালে তাঁকে ভর্তি করার পর, তাঁর মৃত্যু হয়েছে৷ যিনি বাইক থেকে ছিটকে পড়ে গিয়েছে তাঁর খোঁজ এখনও পাওয়া যায়নি।
advertisement
advertisement
এর আগে ৫ সেপ্টেম্বর, সকালে নিউটাউনের বিশ্ব বাংলা গেটের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক ৩৯ বছরের মহিলা। জানা গিয়েছে, স্কুটিতে করে অফিস যাওয়ার সময় একটি সরকারি বাস পিছন থেকে ধাক্কা মারে তাঁকে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম বনশ্রী পাল, তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, নিউটাউন ইকোপার্কের দিক থেকে বিশ্ব বাংলা গেটের আগে একটি কাটআউট দিয়ে ইউটার্ন নেওয়ার সময় ঘটে দুর্ঘটনাটি। সরকারি বাসটি তখন ডিপোর দিকে যাচ্ছিল। সেই সময় পেছন থেকে স্কুটিতে সজোরে ধাক্কা মারে বাসটি। ধাক্কায় ছিটকে পড়েন বনশ্রী পাল এবং গুরুতর আঘাত পান।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2025 10:31 PM IST

