Accident: মহালয়ায় সকালে শোকের ছায়া! জেসিবির ধাক্কায় প্রাণ হারাল নবম শ্রেণির ছাত্র! ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী

Last Updated:

Accident: বাশদ্রোনীতে মর্মান্তিক দুর্ঘটনা (accident)। স্কুল ছাত্রকে পিষে দিয়ে চলে গেল জেসিবি। নবম শ্রেণির এক পড়ুয়া টিউশন (coaching) পড়তে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। ১১৩ নম্বর ওয়ার্ডের দীনেশ নগর অটো স্ট্যান্ড এর ঘটনা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বাশদ্রোনী: বাশদ্রোনীতে মর্মান্তিক দুর্ঘটনা। স্কুল ছাত্রকে পিষে দিয়ে চলে গেল জেসিবি। নবম শ্রেণির এক পড়ুয়া টিউশন পড়তে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। ১১৩ নম্বর ওয়ার্ডের দীনেশ নগর অটো স্ট্যান্ড এর ঘটনা। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলা ঘোষণা করা হয়। এলাকায় ছড়িয়েছে উত্তেজনা।
আরও পড়ুনঃ পুজোর শুরু আজ থেকেই! বুধে কোন কোন দুর্গাপুজোর সূচনা করবেন মুখ্যমন্ত্রী! জেনে নিন
মৃত কিশোরের নাম সৌম্য শীল। গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণির পড়ুয়া ছিল ওই কিশোর। তাঁর বাবা পেশায় রিক্সা চালক। বাঁশদ্রোণীতেই বাড়ি। সূত্রের খবর, বহুদিন ধরে বেহাল অবস্থা রাস্তার। স্থানীয়রা বহুবার বলার পরও ঠিক করা হয়নি। জায়গায় জায়গায় গর্ত। সেই রাস্তা ঠিক করতে আসে দুটো জেসিবি। একটি জেসিবি ব‍্যাংক করার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছাত্রকে পিষে মেরে দেয় বলে স্থানীয়দের অভিযোগ।
advertisement
advertisement
ঘটনাস্থলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলারের উপর ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। তাঁদের কথা, বছরের পর বছর রাস্তা খারাপ তবুও কোনও কাজ হচ্ছে না। ঘটনার পর কয়েক ঘণ্টা কেটে গিয়েছে তবে, দেখা যায়নি  কাউন্সিলারকে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Accident: মহালয়ায় সকালে শোকের ছায়া! জেসিবির ধাক্কায় প্রাণ হারাল নবম শ্রেণির ছাত্র! ক্ষোভে ফেটে পড়েছে এলাকাবাসী
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement