Ispat Express: খুলল কাপলিং, দুটো বগি নিয়ে চলে গেল ইঞ্জিন! হাওড়ায় ইস্পাত এক্সপ্রেসে কী মারাত্মক ঘটনা

Last Updated:

Ispat Express: প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হাওড়ার বাকসারা গেট পেরোনোর সময় ইস্পাত এক্সপ্রেসের দু’টি কামরার মাঝের কাপলিং খুলে যায়।

ফাইল ছবি
ফাইল ছবি
#কলকাতা: ফের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দূরপাল্লার ট্রেন। রবিবার সকালে হাওড়া স্টেশন ছাড়তেই ইস্পাত এক্সপ্রেসের বগির কাপলিং খুলে গিয়ে বিপত্তি দেখা যায়। বগিকে পিছনে রেখেই বেশ কিছুটা এগিয়ে চলে যায় ইঞ্জিন। তবে ট্রেনের গতি খুব বেশি না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনার জেরে ব্যাহত হয় দক্ষিণ-পূর্ব রেলের লোকাল ট্রেন পরিষেবা।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, হাওড়ার বাকসারা গেট পেরোনোর সময় ইস্পাত এক্সপ্রেসের দু’টি কামরার মাঝের কাপলিং খুলে যায়। তার জেরে দু’টি কামরা নিয়ে বেরিয়ে যায় ইঞ্জিনটি।
advertisement
রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৮টা ৪৩ মিনিটে হাওড়া থেকে ছেড়েছিল ইস্পাত এক্সপ্রেস। কিন্তু সকাল ৯টা ৫ মিনিটেই বিপত্তি। হাওড়ার বাকসাড়া গেট এলাকায় ওই এক্সপ্রেসটি দ্বিতীয় কামরার কাপলিং খুলে যায়। তার জেরে ওই দু’টি কামরা নিয়ে ইঞ্জিন এগিয়ে চলে যায়। কিন্তু পড়ে থাকে ট্রেনটির বাকি অংশ। তবে ট্রেনের গতিবেগ কম থাকার কারণেই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। কিন্তু, এর ফলে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
advertisement
রেল সূত্রে খবর, কীভাবে ঘটল দুর্ঘটনা তা নিয়ে ইতিমধ্যে খোঁজখবর শুরু হয়েছে। কাপলিং যারা করে সেই অফিসার কর্মীদের গাফিলতির জেরে এই দুর্ঘটনা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের ভূমিকা নিয়ে তদন্ত করা হবে বলেও রেল সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ispat Express: খুলল কাপলিং, দুটো বগি নিয়ে চলে গেল ইঞ্জিন! হাওড়ায় ইস্পাত এক্সপ্রেসে কী মারাত্মক ঘটনা
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement