Accident at Maa Flyover: ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, পরপর তিনটি গাড়ির ধাক্কা, আহত ২
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
পরপর তিনটি গাড়ির ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটে। গাড়িগুলিকে আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ (Accident at Maa Flyover)
#কলকাতা: ফের দুর্ঘটনা মা উড়ালপুলে, রবিবার রাতে আহত ২ (Accident at Maa Flyover)। পরপর তিনটি গাড়ির ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটে। গাড়িগুলিকে আটক করেছে প্রগতি ময়দান থানার পুলিশ (Accident at Maa Flyover)।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ১১ টা নাগাদ পার্কসার্কাসের দিক থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় একটি গাড়ি ট্যাক্সির পিছনে ধাক্কা মারে, সেই ট্যাক্সি অন্য আর একটি গাড়ির পিছনে ধাক্কা মারে, ফলে গাড়িতে থাকা ২জন আহত হন (Accident at Maa Flyover)। ৩টে গাড়িকেই আটক করেছে পুলিশ। এই গোটা ঘটনার ভিডিও মোবাইলে তুলে রাখনে পিছনের গাড়িতে থাকা ৩ যাত্রী। তাঁরা জানান, তিন বন্ধু মিলে তাঁরা ঘুরতে বের হয়েছিলেন, তাঁদের চোখের সামনেই ঘটনাটি ঘটে (Accident at Maa Flyover)। তাঁদের তোলা ভিডিওতে দেখা যায়, তাঁদের সামনে একটি ট্যাক্সি একটি গাড়িতে ধাক্কা মারে। পিছনে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে তাঁদের আগে থাকা ট্যাক্সিতে ধাক্কা মারে। সেই সময় ট্যাক্সিতে থাকা ২ জন আরোহী আহত হন।
advertisement
advertisement
মা ফ্লাইওভারে দুর্ঘটনা নতুন নয়। নজরদারি থাকা সত্ত্বেও কোনও লাভ হচ্ছে না। কখনও বেপরোয়া গতির জন্য দুর্ঘটনা, কখনও আবার ফ্লাইওভারে চিনা মাঞ্জায় আঘাত পেতে হচ্ছে বাইক আরোহীদের। গত বছর অক্টোবর মাসে বেপরোয়া গতির জন্য বাইক থেকে ছিটকে পড়েন আরোহী। রাত ১টা নাগাদ আইটিসি হোটেলের ঠিক সামনে মা ফ্লাইওভারে চিংড়িঘাটা র্যাম্পে দুর্ঘটনাটি ঘটেছিল। পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার এক সেনা কর্মী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় মদের বোতল। পুজোর মধ্যেও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী ছিল মা উড়ালপুল। নবমীর রাতে বাইক নিয়ে ঠাকুর দেখতে যাচ্ছিলেন একদল যুবক। অভিযোগ, বাইকের বেপরোয়া গতির কারণে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে বিপত্তি। দুর্ঘটনায় আহত হন চারজন বাইক আরোহী।
advertisement
এই ঘটনার মাস চারেক আগে এজেসি বোস রোড হয়ে পার্ক সার্কাসের সেভেন পয়েন্টে মা উড়ালপুলে ওঠার মুখে একটি মোটর বাইক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সেখান থেকে ছিটকে পড়েন বাইক চালক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করেন ট্রাফিক পুলিশরা। নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 14, 2022 12:56 PM IST