Abhishek Banerjee: ২০২১ সালে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল যে জেলা, সেই নেতাদের কী বার্তা অভিষেকের? তাকিয়ে তৃণমূল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee: এরই মধ্যে বেশ কয়েকটি জায়গায় নেতাদের মধ্যে অশান্তি নজরে এসেছে।
কলকাতা: লোকসভা ও বিধানসভায় দারুণ ফল। সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পূর্ব বর্ধমান জেলা। সেই জেলা নিয়ে আজ সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাল ফল যেন অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি না করে, সেদিকে বারবার নজর দিতে বলা হয়েছে।
advertisement
এরই মধ্যে বেশ কয়েকটি জায়গায় নেতাদের মধ্যে অশান্তি নজরে এসেছে। জেলায় গিয়ে আক্রান্ত হয়েছেন বিধায়ক মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীও। অভিযোগ উঠেছিল দলের ব্লক স্তরের নেতার বিরুদ্ধে।
advertisement
advertisement
বিস্ফোরণের ঘটনায় কেন্দ্রীয় তদন্ত দাবি করে বসেছিল দলের নেতাই। আবার বীরভূম লাগোয়া বেশ কয়েকটি বিধানসভা দেখতেন অনুব্রত মণ্ডল। সেই সব বিধানসভায় বিশেষ নজর থাকবে। এই সব বিষয় নিয়েই আজ পূর্ব বর্ধমান জেলার সঙ্গে মিটিং করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 9:54 AM IST