Abhishek Banerjee: হাতে মাত্র সাত দিন! একুশের মঞ্চেই পঞ্চায়েতের বিজয় যাপন, ময়দানে নামলেন অভিষেক

Last Updated:

দলীয় নেতৃত্ব মনে করছেন, পঞ্চায়েত ভোটের ফলে অত্যন্ত আশাবাদী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ২১ এর মঞ্চ থেকেই ২৪ এর লোকসভা ভোটে কর্মী সমর্থকদের বিশেষ কিছু বার্তা দেবেন। তাই এবার জমায়েত অন্যান্য বারের রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলে নেতৃত্বের আশা।

কলকাতা: শহিদ দিবসের মঞ্চেই হবে পঞ্চায়েতের বিজয় উৎসব৷ মালদহে শেষ রবিবারের প্রচারসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের পক্ষেই রায় দিয়েছে গ্রামবাংলা৷ আর এদিকে, ২১-এর সমাবেশের আগে আর মাত্র সাতদিন বাকি৷ তাই ইতিমধ্যেই জোর তোড়জোড়় শুরু করে দিয়েছে তৃণমূল৷ শুক্রবার অভিষেক নিজেই সরেজমিনে খতিয়ে দেখলেন ব্যবস্থা৷
একুশে জুলাইয়ের প্রস্তুতি দেখতে শুক্রবার সল্টলেক সেন্ট্রাল পার্কে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবছর বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূলের কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়ে থাকে এখানে। তাঁদের থাকার প্রস্তুতি কীভাবে চলছে, তা দেখতেই এদিন সেন্ট্রাল পার্কে যান অভিষেক।
আরও পড়ুন: সফল উড়ান! কক্ষপথে পৌঁছে দিচ্ছে ‘বাহুবলী’ রকেট, চাঁদের মাটি থেকে এবার উঠবে সেলফি-ও
অন্যদিকে, এদিন একুশে জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। এসপ্লানেডের টিপু সুলতান মসজিদের সামনে বেন্টিঙ্ক স্ট্রিট ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের সংযোগস্থলে শুরু হয় ২১ জুলাইয়ের মঞ্চ বাঁধার কাজ। এদিন দুপুর ১২টা নাগাদ সুব্রত বকশি, সায়নী ঘোষেরা খুঁটি পুজো করেন।
advertisement
advertisement
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, এবারের সমাবেশের শীর্ষক থাকবে শ্রদ্ধা দিবস। দলমত নির্বিশেষে পঞ্চায়েত নির্বাচনের আবহে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের উদ্দেশ্যেই এবার শ্রদ্ধা দিবস।
আরও পড়ুন: ভাঙড় খুনে হোক SIT গঠন! দাবি শওকতের, নওশাদকে একের পর এক তোপ
দলীয় নেতৃত্ব মনে করছেন, পঞ্চায়েত ভোটের ফলে অত্যন্ত আশাবাদী তৃণমূল কংগ্রেস সুপ্রিমো ২১ এর মঞ্চ থেকেই ২৪ এর লোকসভা ভোটে কর্মী সমর্থকদের বিশেষ কিছু বার্তা দেবেন। তাই এবার জমায়েত অন্যান্য বারের রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলে নেতৃত্বের আশা।
advertisement
ইতিমধ্যেই বিধায়ক কাউন্সিলরদের তরফে প্রচার শুরু হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লি যাবার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই এর মঞ্চ থেকে সেই লক্ষ্যে সুর চড়াবে শাসকদল বলেই মনে করা হচ্ছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: হাতে মাত্র সাত দিন! একুশের মঞ্চেই পঞ্চায়েতের বিজয় যাপন, ময়দানে নামলেন অভিষেক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement