Chandrayaan-3 Launch: সফল উড়ান! কক্ষপথে পৌঁছে দিচ্ছে ‘বাহুবলী’ রকেট, চাঁদের মাটি থেকে এবার উঠবে সেলফি-ও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কারণ, ‘বিক্রম’ ল্যান্ডার এবং ‘প্রজ্ঞান’ রোভারের উপরে রয়েছে জাতীয় পতাকার ছাপ ( Indian robots Vikram and Pragyaan carry imprints of India's tricolour) আর রয়েছে, ক্যামেরা৷ চন্দ্রপৃষ্ঠে পৌঁছেই যে ক্যামেরায় ‘বিক্রম’এবং ‘প্রজ্ঞান’ ছবি উঠবে৷ সোশ্যাল মিডিয়ায়র জমানায় কিন্তু এটা বেশ বড় ব্যাপার৷
advertisement
শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। ৪০ দিন পরে আগামী ২৩-২৪ অগাস্ট নাগাদ চাঁদের বুকে নামার কথা এই চন্দ্রযানের৷ উৎক্ষেপণের সময় স্পেস সেন্টারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞানও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং৷ চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীঅমিত শাহ৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২০০৮ সালে ভারত প্রথম চন্দ্রযান ১ চাঁদে পাঠায়৷ চন্দ্রযান ১ এর মাধম্যে জানা যায়, চাঁদেও রয়েছে জলকণা৷ ২০১৯ সালে ফের চন্দ্রযান-২ এরও সফর উৎক্ষেপণ হয়৷ এটির মধ্যে একটি অরবিটার, একটি ল্যান্ডার ও একটি রোভার ছিল৷ তবে অরবিটার এখনও সফল ভাবে চাঁদকে প্রদক্ষিণ করে গেলেও, অবতরণের কয়েক মিনিট আগে ‘বিক্রম’ ল্যান্ডার এবং ‘প্রজ্ঞান’ রোভার চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ে৷
advertisement
advertisement