Abhishek Banerjee eye surgery: আমেরিকায় অভিষেকের চোখে জটিল অস্ত্রোপচার, ট্যুইট করে বিরোধীদের নিশানা কুণালের

Last Updated:

২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি৷ সেই সময় বাঁ দিকের চোখের নীচে গুরুতর আঘাত লাগে তাঁর৷

অভিষেকের চোখে ফের অস্ত্রোপচার হল৷
অভিষেকের চোখে ফের অস্ত্রোপচার হল৷
#কলকাতা: আমেরিকায় ফের এক একবার অস্ত্রোপচার হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখে৷ আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সাংসদ৷
এ দিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আঘাত প্রাপ্ত চোখের একটি ছবি ট্যুইট করে বিরোধীদের নিশানা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ তৃণমূল মুখপাত্র লেখেন, 'যাঁরা অমানবিকের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের আঘাত এবং চিকিৎসা নিয়েও সমালোচনা করেন, তাঁদের আজকে ওঁর চোখের অবস্থা দেখা উচিত৷ একটি পথ দুর্ঘটনায় এই চোখে আঘাত লেগেছিল৷'
advertisement
advertisement
প্রসঙ্গত, ২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অভিষেকের গাড়ি৷ সেই সময় বাঁ দিকের চোখের নীচে গুরুতর আঘাত লাগে তাঁর৷ এর পর থেকেই অভিষেকের ওই চোখে গুরুতর সমস্যা দেখা দেয়৷ চোখে একাধিকবার অস্ত্রোপচারও হয়৷ বিদেশে গিয়েও চিকিৎসা করান তৃণমূল সাংসদ৷ কিন্তু তাতেও সমস্যা পুরোপুরি মেটেনি৷
advertisement
তৃণমূল সূত্রে খবর, বেশিক্ষণ কিছু পড়লে বা মোবাইলের দিকে তাকিয়ে থাকলেই মাথা যন্ত্রণা শুরু হত অভিষেকের৷ সম্প্রতি চোখের চিকিৎসায় দু' বার দুবাইতেও যান অভিষেক৷ তার পরেই আমেরিকায় গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে ফের একবার চোখের অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত হয়৷
সেই মতো সম্ভবত গত বুধবার সেই অস্ত্রোপচার হয়৷ দীর্ঘ প্রায় সাত ঘণ্টা ধরে অভিষেকের চোখের এই জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে৷ ট্যুইটারে কুণাল ঘোষ জানিয়েছেন, 'আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিষেক৷ আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি৷'
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee eye surgery: আমেরিকায় অভিষেকের চোখে জটিল অস্ত্রোপচার, ট্যুইট করে বিরোধীদের নিশানা কুণালের
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement