Abhishek Banerjee: বাড়ি বাড়ি পৌঁছে যাবে ‘অভিষেকের দূত’! পুজোয় উপহারের সঙ্গেই কী বার্তা দিলেন তৃণমূল নেতা?

Last Updated:

Abhishek Banerjee: দুয়ারে 'অভিষেকের দূত' ডায়মন্ডহারবার লোকসভার আড়াই লক্ষ মানুষের কাছে পৌঁছবে। সাংসদের শুভেচ্ছা বার্তা নিয়ে তারা যাচ্ছেন। ‘পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব’ বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিগত বছরে অনুষ্ঠান করে পুজোর উপহার দেওয়া হত। এবার স্থানীয় নেতারাই পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি। খোঁজ নিচ্ছেন উপভোক্তাদের।

বাড়ি বাড়ি পৌঁছে যাবে ‘অভিষেকের দূত’! পুজোয় উপহারের সঙ্গেই কী বার্তা দিলেন তৃণমূল নেতা?
বাড়ি বাড়ি পৌঁছে যাবে ‘অভিষেকের দূত’! পুজোয় উপহারের সঙ্গেই কী বার্তা দিলেন তৃণমূল নেতা?
কলকাতা: দুয়ারে ‘অভিষেকের দূত’ ডায়মন্ডহারবার লোকসভার আড়াই লক্ষ মানুষের কাছে পৌঁছবে। সাংসদের শুভেচ্ছা বার্তা নিয়ে তারা যাচ্ছেন। ‘পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব’ বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। বিগত বছরে অনুষ্ঠান করে পুজোর উপহার দেওয়া হত। এবার স্থানীয় নেতারাই পৌঁছে যাচ্ছেন বাড়ি বাড়ি। খোঁজ নিচ্ছেন উপভোক্তাদের।
ডায়মন্ড হারবারে অভিনব জনসংযোগ অভিষেকের। গত বছরও নিজের সংসদীয় এলাকার বাসিন্দাদের পুজোর উপহার দিয়েছিলেন অভিষেক। সাতটি বিধানসভা এলাকায় অনুষ্ঠান করে সাংসদ উপহার তুলে দিতেন। কিন্তু এবার সেই রাস্তা থেকে সরে এসেছেন অভিষেক।
advertisement
advertisement
ডায়মন্ড হারবারের সাধারণ মানুষের জন্য পুজোর উপহার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন তিনি। সাত বিধানসভা কেন্দ্রের বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের জন্য সাংসদের পাঠানো ‘উৎসবের উপহার’ পৌঁছে দিচ্ছেন তৃণমূল কর্মীরা। গত ২২ সেপ্টেম্বর এই কর্মসূচি শুরু হয়।
সাংসদ নির্দেশ দেন, স্থানীয় নেতা-কর্মীরা ডায়মন্ডহারবার এলাকার বাসিন্দাদের বাড়ি গিয়ে পুজোর উপহার পৌঁছে দিয়ে আসবেন। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
advertisement
২ অক্টোবরের মধ্যেই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় উপহার। যে কয়েকটি বাড়িতে বাকি রয়েছে উপহার পাঠানো। তাও আগামী এক দুই দিনের মধ্যে সম্পন্ন করে ফেলা হবে। গত আগস্ট মাসে ডায়মন্ড হারবার সংসদীয় এলাকা নিয়ে তিনি যে প্রশাসনিক বৈঠক করেছিলেন, সেখানেই বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
advertisement
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, উপহারের সঙ্গে শারদীয়ার শুভেচ্ছা জানান চিঠি থাকছে। সাংসদ হিসাবে এলাকার মানুষের পাশে থাকার বার্তাও দেওয়া হয়েছে। যেকোনও প্রয়োজনে তাঁকে যে পাওয়া যাবে তাও এই শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া লোকসভা ভোটে রেকর্ড মার্জিনে জিতেছেন অভিষেক। এরপর তিনি ধন্যবাদ-জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাড়ি বাড়ি প্রতিনিধি পাঠিয়ে জনসংযোগ সেরে নিল অভিষেকের ‘টিম’ও।।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee: বাড়ি বাড়ি পৌঁছে যাবে ‘অভিষেকের দূত’! পুজোয় উপহারের সঙ্গেই কী বার্তা দিলেন তৃণমূল নেতা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement