Abhishek Banerjee: 'চারটে মন্ত্রিত্ব নিয়ে বসেছিলেন, তখন বলেননি কেন?' দুর্নীতি নিয়ে শুভেন্দুকে প্রশ্ন অভিষেকের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এ দিনই সুকান্ত মজুমদারের মোবাইল নম্বর ধরনা মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: তৃণমূল ধরনা কর্মসূচি শুরু করার পর এ দিনই দার্জিলিংয়ে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷ তৃণমূলের বিক্ষোভের জেরে চাপে পড়েই রাজ্যপাল শেষ পর্যন্ত তৃণমূল নেতাদের সময় দিতে বাধ্য হয়েছেন বলে দাবি তৃণমূলের৷ এরই মধ্যে কেন্দ্রীয় বকেয়া আদায় নিয়ে বিজেপি-র উপরে আরও চাপ বাড়িয়ে এবার সরাসরি শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
একই সঙ্গে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে অভিষেকের প্রশ্ন, তৃণমূলে থাকাকালীন কেন আবাস যোজনা এবং একশো দিনের কাজে দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেননি বর্তমান বিরোধী দলনেতা?
আরও পড়ুন: উইকএন্ড পার্টিতে তথ্যপ্রযুক্তি কর্মীকে গণধর্ষণ দুই সহকর্মীর, নিউ টাউনের অভিজাত আবাসনে কুকীর্তি
advertisement
এ দিনই সুকান্ত মজুমদারের মোবাইল নম্বর ধরনা মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিজেপি রাজ্য সভাপতিকে ফোন করে একশো দিনের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানানোর জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ এর পর অভিষেক দাবি করেন, একশো দিনের বকেয়া পাওনা নিয়ে রাজ্য সরকার যে দাবি করছে, তা মিথ্যে প্রমাণ করুন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা৷
advertisement
শুভেন্দু- সুকান্তকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, ‘আমাকে বিজেপি তার মঞ্চে বলার সুযোগ করে দিক। আমার ইগো নেই। আমি যাব। আর এই মঞ্চে শুভেন্দু বাবু, সুকান্ত বাবু আসুক। কোনও বাধা নেই। আসলে ওনাদের তথ্য ভুয়ো৷’
একশো দিনের কাজ এবং কেন্দ্রীয় আবাস যোজনার বাড়ি বরাদ্দ করা নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী৷ এ দিন পাল্টা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘যে বলছে দুর্নীতি হয়েছে, সে তো ২০২০ সাল পর্যন্ত তৃণমূলে ছিল। তখন বললে না কেন? তখন তো চার মন্ত্রিত্ব নিয়ে বসে ছিলে।’ এর পাশাপাশি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতি মন্ত্রী সাধ্বী নিরঞ্জনকেও বকেয়া বরাদ্দ নিয়ে রাজ ভবনে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন অভিষেক৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 07, 2023 10:34 PM IST