'এরা বাংলায় এলে মেদিনীপুর মোদিনীপুর হত, দার্জিলিং হত মোদিজিলিং', নেতাজি ইন্ডোর থেকে বিস্ফোরক অভিষেক

Last Updated:

Abhishek Banerjee || "বাংলাকে বারবার শোষণ করছে৷ পঞ্চায়েত নির্বাচনে এর জবাব দিতে হবে। আমরা বদল এনেছি, ব্যালটে বদলা নেব। মাথা নত করলে মানুষের সামনে করব। এখন বিজেপি-সিপিএম এক হয়ে গেছে। যত কুৎসা করবে, তত গর্তে ঢুকবে।"

#কলকাতা: নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ পঞ্চায়েত ভোটের আগে বেশ আশাবাদী রূপেই দেখা গেল তাঁকে৷ গভীর আত্মবিশ্বাস থেকেই বললেন, "যত সংখ্যায় মানুষ ভিতরে এসেছেন, তার চেয়ে বেশি মানুষ বাইরে আছেন। এখানে আমাদের প্রচুর সমাবেশ হয়েছে। কিন্তু আজ সর্বকালীন রেকর্ড। এটা প্রমাণ করল তৃণমূল কংগ্রেসের উপর যত আঘাত আসবে, প্রহার হবে, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে।"
সরাসরি বিরোধীদের কটাক্ষ করেন অভিষেক৷ বলেন, "বাংলাকে বারবার শোষণ করছে৷ পঞ্চায়েত নির্বাচনে এর জবাব দিতে হবে। আমরা বদল এনেছি, ব্যালটে বদলা নেব। মাথা নত করলে মানুষের সামনে করব। এখন বিজেপি-সিপিএম এক হয়ে গেছে। যত কুৎসা করবে, তত গর্তে ঢুকবে।" পুজোর অনুদান নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন বিরোধীরা৷ সেই প্রসঙ্গও তোলেন অভিষেক৷ বলেন, "মমতা বেশ করেছে দুর্গাপুজোয় টাকা দিয়েছে। তুমি মূর্তি গড়বে, বিমান কিনবে আর আমরা পুজোয় টাকা দিলেই দোষ।"
advertisement
কেন্দ্রকে কটাক্ষ করে অভিষেকের বক্তব্য, অঞ্চলে অঞ্চলে বলবে অমিত শাহ ব্যর্থ। নিজের ছেলেকে জাতীয় পতাকা ধরা শেখাতে পারেনি৷ চোরেদের আশ্রয় দিচ্ছেন। যাকে টাকা নিতে দেখা গেছে কাগজ মুড়ে তাকে আশ্রয় দিয়েছে। আপনি হাজার চেষ্টা করুন আমাদের সরাতে পারবেন না৷ কাঁধে কাঁধ মিলিয়ে গণতান্ত্রিক উপায়ে মানুষের ভালবাসায় এদের শূন্য করতে হবে। এরা শুধু রাস্তা আর স্টেশনের নাম বদল করত। এরা বাংলায় এলে মেদিনীপুর, মোদিনীপুর হত। দার্জিলিং হত মোদিজিলিং।
advertisement
advertisement
উৎসবের মরসুম কেটে গেলেই রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে। তখন আর সেভাবে কর্মীদের একত্র করার সুযোগ না-ও মিলতে পারে বলেই মনে করছে তৃণমূল নেতৃত্বের একাংশ। তাই পঞ্চায়েত ভোট প্রসঙ্গে প্রস্তুতি নিয়ে নেতাজি ইনডোরে বুথস্তরীয় সমাবেশ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার৷
advertisement
সাংগঠনিক দিক থেকে বুথকে শক্তিশালী করতে তৎপর হয়ে ওঠে সমস্ত রাজনৈতিক দলই। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির শুরুতেই তাই নেতাজি ইন্ডোরে প্রায় ১৮০০ বুথ সভাপতি-সহ দলের সমস্ত স্তরের প্রতিনিধি নিয়ে সভা করে জোড়াফুল শিবির৷ সেখান থেকেই বিরোধীদের উদ্দেশ্যে নতুন স্লোগান তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা- 'জগাই মাধাই গদাই, এবার হবে বাই বাই৷'
বাংলা খবর/ খবর/কলকাতা/
'এরা বাংলায় এলে মেদিনীপুর মোদিনীপুর হত, দার্জিলিং হত মোদিজিলিং', নেতাজি ইন্ডোর থেকে বিস্ফোরক অভিষেক
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement