Abhishek Banerjee: সাময়িক হলেও স্বস্তি অভিষেক-রুজিরার! দিল্লিতে যাওয়া নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তাঁর বক্তব্য ছিল, যে ঘটনার তদন্তে তাঁকে তলব করা হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গে ঘটেছে বলে অভিযোগ এবং তিনি ও রুজিরা দু’জনেই এই বঙ্গের বাসিন্দা৷ কলকাতায় ইডি-র পূর্ণাঙ্গ দফতর থাকা সত্ত্বেও তাঁদের কেন বার বার দিল্লিতে ডাকা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক৷
কলকাতা: সাময়িক হলেও সর্বোচ্চ আদালতে মঙ্গলবার বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তদন্তের জন্য তাঁদের কোথায় তলব করা উচিত? দিল্লি না কলকাতা? এই মামলায় রায় সংরক্ষণ করে আপাতত অন্তর্বর্তী নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে, তদন্তের প্রয়োজনে আপাতত বন্দ্যোপাধ্যায় দম্পতিকে যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তলব করতেই হয়, তবে দিল্লি নয়, করতে হবে কলকাতাতেই।
তদন্তের নামে বার বার তাঁকে এবং তাঁর পরিবারের সদস্যদের ডেকে ‘হেনস্থা’ করা হচ্ছে৷ এমনই অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: ‘কাদের উদ্দেশ্য সফল করতে এই কর্মবিরতি?,’ বিরোধীদের নিশানা করে কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ
তাঁর বক্তব্য ছিল, যে ঘটনার তদন্তে তাঁকে তলব করা হচ্ছে, সেটা পশ্চিমবঙ্গে ঘটেছে বলে অভিযোগ এবং তিনি ও রুজিরা দু’জনেই এই বঙ্গের বাসিন্দা৷ কলকাতায় ইডি-র পূর্ণাঙ্গ দফতর থাকা সত্ত্বেও তাঁদের কেন বার বার দিল্লিতে ডাকা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিষেক৷
advertisement
advertisement
আরও পড়ুন: আদালতের নির্দেশ, আর জি কর কাণ্ডে পুলিশের কাছ থেকে তদন্তভার গেল সিবিআইয়ের কাছে, বৈঠকে মমতা
সেই মামলারই শুনানি ছিল মঙ্গলবার ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদির নেতৃত্বাধীন বেঞ্চে দীর্ঘ শুনানির পরে রায় সংরক্ষণ করে আপাতত অন্তর্বর্তী নির্দেশেই বহাল রাখে সুপ্রিম কোর্ট৷ এদিনের শুনানিতে ইডির হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী জোহেব হোসেন, অভিষেকের আইনজীবী ছিলেন কপিল সিবল, রুজিরার তরফে ছিলেন অভিষেক মনু সিংভি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
August 13, 2024 8:11 PM IST