Abhishek Banerjee at CBI office: কাঁটায় কাঁটায় ১১টায় নিজাম প্যালেসে হাজির অভিষেক, লম্বা প্রশ্নপত্র নিয়ে তৈরি সিবিআই!

Last Updated:

এ দিন সকাল এগারোটায় অভিষেককে তলব করেছিল সিবিআই। তৃণমূল শীর্ষ নেতা যখন নিজাম প্যালেসে পৌঁছন, তখন ঘড়ির কাঁটায় ১০.৫৮ মিনিট৷

সিবিআই দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
সিবিআই দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: বেলা এগারোটায় হাজিরা দিতে বলেছিল সিবিআই৷ নির্দিষ্ট সময়ের আগেই নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে তলব করেছিল সিবিআই৷
এ দিন সকাল এগারোটায় অভিষেককে তলব করেছিল সিবিআই। তৃণমূল শীর্ষ নেতা যখন নিজাম প্যালেসে পৌঁছন, তখন ঘড়ির কাঁটায় ১০.৫৮ মিনিট৷ যদিও কেন তাঁকে একদিনেরও কম সময়ের মধ্যে হাজিরা দিতে বলা হল, এ দিন সেই প্রশ্ন তুলে সিবিআই-কে চিঠিও দেন তৃণমূল সাংসদ৷
কেন্দ্রীয় এজেন্সির কর্তারা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ৷ সেই সংক্রান্ত মামলাতেই অভিষেক এবং কুন্তলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
advertisement
advertisement
এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যান অভিষেক৷ সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ফিরে আসে৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখেন বিচারপতি সিনহা৷ সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল  ঘোষ৷ জরুরি শুনানির আবেদনও খারিজ হয়ে যায়৷ এর পরেই গতকাল অভিষেককে তলব করে সিবিআই৷
advertisement
নবজোয়ার যাত্রায় বাঁকুড়ায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সিবিআই তলব করার পরই সেই কর্মসূচি স্থগিত রেখে গতকাল রাতেই কলকাতায় ফিরে আসেন তিনি৷ এর পর এ দিন সকালে ১০.৫০ নাগাদ নিজের দক্ষিণ কলকাতার বাড়ি থেকে বেরিয়ে নির্দিষ্ট সময়েই সিবিআই দফতরে পৌঁছন অভিষেক৷
advertisement
সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জন অফিসারকে নিয়ে বিশেষ দল তৈরি করেছে সিবিআই৷ তৈরি রয়েছে প্রায় পাঁচ পাতার প্রশ্নপত্র৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতেই এই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷
এ দিন নিজাম প্যালেসে ঢোকার সময় অভিষেকের প্রতিক্রিয়া চেয়েছিলেন সাংবাদিকরা৷ হাতের ইশারায়া আত্মবিশ্বাসী তৃণমূল সাংসদ বুঝিয়ে দেন, সিবিআই দফতর থেকে বেরনোর সময়ই যা বলার বলবেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Abhishek Banerjee at CBI office: কাঁটায় কাঁটায় ১১টায় নিজাম প্যালেসে হাজির অভিষেক, লম্বা প্রশ্নপত্র নিয়ে তৈরি সিবিআই!
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement