Abhishek Banerjee at CBI office: কাঁটায় কাঁটায় ১১টায় নিজাম প্যালেসে হাজির অভিষেক, লম্বা প্রশ্নপত্র নিয়ে তৈরি সিবিআই!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এ দিন সকাল এগারোটায় অভিষেককে তলব করেছিল সিবিআই। তৃণমূল শীর্ষ নেতা যখন নিজাম প্যালেসে পৌঁছন, তখন ঘড়ির কাঁটায় ১০.৫৮ মিনিট৷
কলকাতা: বেলা এগারোটায় হাজিরা দিতে বলেছিল সিবিআই৷ নির্দিষ্ট সময়ের আগেই নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় অভিষেককে তলব করেছিল সিবিআই৷
এ দিন সকাল এগারোটায় অভিষেককে তলব করেছিল সিবিআই। তৃণমূল শীর্ষ নেতা যখন নিজাম প্যালেসে পৌঁছন, তখন ঘড়ির কাঁটায় ১০.৫৮ মিনিট৷ যদিও কেন তাঁকে একদিনেরও কম সময়ের মধ্যে হাজিরা দিতে বলা হল, এ দিন সেই প্রশ্ন তুলে সিবিআই-কে চিঠিও দেন তৃণমূল সাংসদ৷
কেন্দ্রীয় এজেন্সির কর্তারা তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছেন বলে অভিযোগ করেছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ৷ সেই সংক্রান্ত মামলাতেই অভিষেক এবং কুন্তলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে বলে নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
advertisement
advertisement
এই নির্দেশের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যান অভিষেক৷ সুপ্রিম কোর্টের নির্দেশে মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ফিরে আসে৷ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখেন বিচারপতি সিনহা৷ সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ৷ জরুরি শুনানির আবেদনও খারিজ হয়ে যায়৷ এর পরেই গতকাল অভিষেককে তলব করে সিবিআই৷
advertisement
নবজোয়ার যাত্রায় বাঁকুড়ায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সিবিআই তলব করার পরই সেই কর্মসূচি স্থগিত রেখে গতকাল রাতেই কলকাতায় ফিরে আসেন তিনি৷ এর পর এ দিন সকালে ১০.৫০ নাগাদ নিজের দক্ষিণ কলকাতার বাড়ি থেকে বেরিয়ে নির্দিষ্ট সময়েই সিবিআই দফতরে পৌঁছন অভিষেক৷
advertisement
সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জন অফিসারকে নিয়ে বিশেষ দল তৈরি করেছে সিবিআই৷ তৈরি রয়েছে প্রায় পাঁচ পাতার প্রশ্নপত্র৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত তাপস মণ্ডল এবং কুন্তল ঘোষের বয়ানের ভিত্তিতেই এই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর৷
এ দিন নিজাম প্যালেসে ঢোকার সময় অভিষেকের প্রতিক্রিয়া চেয়েছিলেন সাংবাদিকরা৷ হাতের ইশারায়া আত্মবিশ্বাসী তৃণমূল সাংসদ বুঝিয়ে দেন, সিবিআই দফতর থেকে বেরনোর সময়ই যা বলার বলবেন তিনি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 11:00 AM IST