Abhishek Banerjee | Bhabanipur By-Poll : 'এই তো সবে শুরু'! ভবানীপুরে প্রচারে এসে কীসের ইঙ্গিত দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee | Bhabanipur By-Poll : উপনির্বাচনের প্রচার চলাকালীন আসানসোলের বিজেপি সাংসদ (BJP MP) বাবুল সুপ্রিয় (Babul Supriyo) নিয়েও মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা : শনিবার থেকেই ভবানীপুর উপনির্বাচনের (Bhabanipur By-Election) প্রচার শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ভবানীপুরে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিয়ে প্রচার (Abhishek Banerjee | Bhabanipur By-Poll) শুরু করলেন তিনি। বৈঠক সারলেন অবাঙালি প্রতিনিধিদের সঙ্গেও। সেখানেই প্রচার চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মুখ খুলেছিলেন সদ্য তৃণমূলে আসা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান নিয়েও।
It's just the beginning, many more to come...: Trinamool Congress' Abhishek Banerjee on former BJP leader Babul Supriyo joining TMC pic.twitter.com/drtGOBNVoW
— ANI (@ANI) September 18, 2021
advertisement
এদিন সন্ধ্যেয় ভবানীপুরে পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রথমে লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দেন। তারপর অবাঙালি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারেন তিনি। ওই বৈঠকে ছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অভিষেক।
advertisement
বাবুল সুপ্রিয়র বিজেপিতে যোগদান নিয়ে তিনি বলেন, "আরও চমক বাকি আছে"। জল্পনা জিইয়ে রেখে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অভিষেক ((Abhishek Banerjee Bhabanipur By-Poll)। বলেন, “এই তো সবে শুরু।”
ভবানীপুর উপনির্বাচনের আগে অবাঙালিদের নিয়ে বৈঠকে যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হল, সে বিষয়ে বিস্তারিত জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মূলত গণতান্ত্রিক পরিকাঠামোয় কেন্দ্র-রাজ্যের সম্পর্ক নিয়ে কথা হয় এদিনের বৈঠকে। এছাড়া আলোচনা হয় কৃষি আইন নিয়েও।
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee | Bhabanipur By-Poll) জবাবে স্থানীয় ভোটাররা খুশি বলেই জানান পার্থ চট্টোপাধ্যায়। বাবুল সুপ্রিয়ের (Babul Supriyo) ফুলবদল প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। বলেন, “দেখে যাও, দেখে যাও।”
প্রসঙ্গত, আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। তৃণমূলের হয়ে লড়ছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রে ত্রিমুখী লড়াই। বিজেপির হয়ে লড়ছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। সিপিএমের যোদ্ধা শ্রীজীব বিশ্বাস। নির্বাচনী হাওয়ায় উত্তপ্ত ভবানীপুর।
advertisement
জোরকদমে চলছে ভোটপ্রচার। ঘরে ঘরে ঘুরে জনসংযোগের কাজে ব্যস্ত শাসক-বিরোধী উভয়পক্ষ। ঠিক এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয়র দলবদলে কার্যত বেকায়দায় গেরুয়া শিবির। আর সেখান থেকেই বেশ খানিকটা শক্তি সঞ্চয় করবে শাসক দল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 18, 2021 10:30 PM IST