কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি ও কেন্দ্রের উপরে দোষ চাপিয়ে নাগরিকদের একাংশকে বাংলা ছাড়া করার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন।’’
কলকাতা: আধার কার্ড বাতিল ইস্যুতে কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় একের পর এক নাগরিকদের আধার কার্ড বাতিল হওয়ার ঘটনায় বিভ্রান্তি এবং ভীতি ছড়িয়েছে বলে চিঠিতে উল্লেখ করেন শুভেন্দু। অন্যদিকে, আধার কার্ড বাতিল হওয়া সংক্রান্ত কোনও বিষয়ে কোনও জিজ্ঞাসা থাকলে সাধারণ মানুষ যাতে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন, সে জন্য একটি ই-মেল আইডি ও একটি ফোন নম্বর প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর (aadharsthakurbari@gmail.com, 9647534453)৷
শুভেন্দু অধিকারী বলেন, ‘‘২৪ ঘণ্টার মধ্যে যে সমস্যার বিষয়টি সামনে এসেছে তার সমাধান হয়ে যাবে।’’ আধার কার্ড বাতিল কাণ্ডের সাথে সাথে কেন্দ্র যেভাবে তড়িঘড়ি উদ্যোগী হয়েছে তার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদও জানিয়েছেন বিরোধী দলনেতা।
কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি ও কেন্দ্রের উপরে দোষ চাপিয়ে নাগরিকদের একাংশকে বাংলা ছাড়া করার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন।’’
অশ্বিনী বৈষ্ণবকে লেখা তিন পাতার চিঠিতে শুভেন্দু অধিকারী আরও লেখেন যে, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড বাতিল করার বিষয় তুলে ধরে রেশন বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পাওয়া, ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়া সহ বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন।’ অবিলম্বে যাতে এ ব্যাপারে প্রয়োজনীয় কড়া পদক্ষেপ করা হয়, সে ব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন শুভেন্দু।
পাশাপাশি, রাঁচীর যে কার্যালয় থেকে আধার কার্ড বাতিলের বিষয়টি সামনে এসেছে সেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও শুভেন্দু অধিকারী কথা বলেছেন বলে খবর। নিজের সোশ্যাল মিডিয়া পেজে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে যে সমস্ত আধার কার্ড বাতিল হয়েছে সেগুলো আবার পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে বলে কেন্দ্রের তরফে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে।’’ এ ব্যাপারে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে রাঁচীর সংশ্লিষ্ট ওই রিজিওনাল অফিসের বিরুদ্ধে বলে জানা গেছে।
advertisement
এদিকে শয়ে শয়ে বাতিল হচ্ছে আধার কার্ড৷ এই পরিস্থিতি পর্যালোচনায় এবার তাই জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব। আজ, সোমবার বিকেল পাঁচটা থেকে সব জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব বিপি গোপালিকা। তেমনটাই খবর নবান্ন সূত্রের৷ এখনও পর্যন্ত কোথায় কোথায় আধার কার্ড বাতিলের ঘটনা ঘটেছে, তা নিয়ে নবান্নের তরফে বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই নেওয়া হয়েছে বলেও খবর।
Aadhar Card Cancellation Issue: শয়ে শয়ে আধার কার্ড বাতিল! নালিশ জানাতে হেল্পলাইন নম্বর প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর, শুভেন্দুও লিখলেন চিঠি
Next Article
advertisement
সমাবর্তনের পরই বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ি ক্যাম্পাসে,কী দাবি পড়ুয়াদের?
সদ্য অনুষ্ঠিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। তার রেশ কাটতে না কাটতেই পড়ুয়াদের বিক্ষোভ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন রাজবাড়ি ক্যাম্পাসে। শুক্রবার সেখানে অবস্হান বিক্ষোভ করে এসএফআই।