Mamata Banerjee: লোকসভা ভোটের আগে বিশেষ নজর, এবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী! তিন দিনে তিন জেলায় মমতা

Last Updated:

তারপরে, বাঁকুড়ার পরে ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই তিন জেলায় সরকারি প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর৷

কলকাতা: লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে জঙ্গলমহলে। সূত্রের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা নাগাদ জঙ্গলমহল সফরের জন্য রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তারপরের তিনদিন গোটা জঙ্গলমহল জুড়েই রয়েছে একের পর এক কর্মসূচি৷ উনিশের লোকসভা নির্বাচনে রাঢ়বঙ্গের এই জেলাগুলিতে রীতিমতো আধিপত্য বজায় রেখেছিল বিজেপি৷ একুশের বিধানসভা নির্বাচনে অবশ্য গেরুয়া শিবিরের জোর ওতটাও জোরাল থাকতে দেখা যায়নি৷ তবে, রাজনৈতিক মহলের মতে, এবারের লোকসভা নির্বাচনের আগে তাই শুরু থেকেই জঙ্গলমহলের দিকে বিশেষ নজর দিতে চাইছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সূত্রের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা নাগাদ জঙ্গলমহল সফরের উদ্দেশে রওনা দেবেন মমতা৷ ২৭ ফেব্রুয়ারি যাবেন পুরুলিয়া৷ সেখানকার কর্মসূচি সেড়ে, ফের ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ায় যাওয়ার কথা তাঁর৷
আরও পড়ুন: সন্দেশখালি কি আদৌ যেতে পারবেন শুভেন্দু? আদালতে জোর সওয়াল-জবাব, কী যুক্তি দিল রাজ্য?
তারপরে, বাঁকুড়ার পরে ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই তিন জেলায় সরকারি প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর৷
advertisement
advertisement
আরও পড়ুন: ফেব্রুয়ারির শেষ থেকেই ব্যাঙ্কে ঢুকবে ১০০ দিনের টাকা! বাতিল আধার কার্ড নিয়ে তাই তড়িঘড়ি জরুরি বৈঠকে নবান্ন, নেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
গত রবিবারই বীরভূমের সিউড়িতে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চ থেকে আধার কার্ড বাতিল হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তুমুল তোপ দাগেন তিনি৷ পাশাপাশি, অনুব্রত মণ্ডলের জেল নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে শোনা যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: লোকসভা ভোটের আগে বিশেষ নজর, এবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী! তিন দিনে তিন জেলায় মমতা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement