Mamata Banerjee: লোকসভা ভোটের আগে বিশেষ নজর, এবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী! তিন দিনে তিন জেলায় মমতা

Last Updated:

তারপরে, বাঁকুড়ার পরে ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই তিন জেলায় সরকারি প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর৷

কলকাতা: লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে জঙ্গলমহলে। সূত্রের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা নাগাদ জঙ্গলমহল সফরের জন্য রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। তারপরের তিনদিন গোটা জঙ্গলমহল জুড়েই রয়েছে একের পর এক কর্মসূচি৷ উনিশের লোকসভা নির্বাচনে রাঢ়বঙ্গের এই জেলাগুলিতে রীতিমতো আধিপত্য বজায় রেখেছিল বিজেপি৷ একুশের বিধানসভা নির্বাচনে অবশ্য গেরুয়া শিবিরের জোর ওতটাও জোরাল থাকতে দেখা যায়নি৷ তবে, রাজনৈতিক মহলের মতে, এবারের লোকসভা নির্বাচনের আগে তাই শুরু থেকেই জঙ্গলমহলের দিকে বিশেষ নজর দিতে চাইছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
সূত্রের খবর, আগামী ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা নাগাদ জঙ্গলমহল সফরের উদ্দেশে রওনা দেবেন মমতা৷ ২৭ ফেব্রুয়ারি যাবেন পুরুলিয়া৷ সেখানকার কর্মসূচি সেড়ে, ফের ২৮ ফেব্রুয়ারি বাঁকুড়ায় যাওয়ার কথা তাঁর৷
আরও পড়ুন: সন্দেশখালি কি আদৌ যেতে পারবেন শুভেন্দু? আদালতে জোর সওয়াল-জবাব, কী যুক্তি দিল রাজ্য?
তারপরে, বাঁকুড়ার পরে ২৯ ফেব্রুয়ারি ঝাড়গ্রামে সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই তিন জেলায় সরকারি প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন ও উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর৷
advertisement
advertisement
আরও পড়ুন: ফেব্রুয়ারির শেষ থেকেই ব্যাঙ্কে ঢুকবে ১০০ দিনের টাকা! বাতিল আধার কার্ড নিয়ে তাই তড়িঘড়ি জরুরি বৈঠকে নবান্ন, নেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
গত রবিবারই বীরভূমের সিউড়িতে সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চ থেকে আধার কার্ড বাতিল হওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তুমুল তোপ দাগেন তিনি৷ পাশাপাশি, অনুব্রত মণ্ডলের জেল নিয়েও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে মন্তব্য করতে শোনা যায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: লোকসভা ভোটের আগে বিশেষ নজর, এবার জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী! তিন দিনে তিন জেলায় মমতা
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement