Nabanna: ফেব্রুয়ারির শেষ থেকেই ব্যাঙ্কে ঢুকবে ১০০ দিনের টাকা! বাতিল আধার কার্ড নিয়ে তাই তড়িঘড়ি জরুরি বৈঠকে নবান্ন, নেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
আধার কার্ড বাতিল হওয়া বাসিন্দাদের যাতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে অসুবিধার না হয় তা নিয়ে বেশ কিছু নির্দেশ এদিনের বৈঠক থেকে দিতে পারেন মুখ্য সচিব বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, আধার কার্ড বাতিল নিয়েও আগামী দিনে কী করণীয় স্থানীয় গুরুত্বপূর্ণ নির্দেশ এদিনের বৈঠকে দিতে পারেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতা: শয়ে শয়ে বাতিল হচ্ছে আধার কার্ড৷ পরিস্থিতি পর্যালোচনায় এবার তাই জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য সচিব। আজ, সোমবার বিকেল পাঁচটা থেকে সব জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব বিপি গোপালিকা। তেমনটাই খবর নবান্ন সূত্রের৷
এখনও পর্যন্ত কোথায় কোথায় আধার কার্ড বাতিলের ঘটনা ঘটেছে, তা নিয়ে নবান্নের তরফে বিস্তারিত রিপোর্ট নেওয়া হয়েছে বলে এই সূত্রের খবর। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই ১০০ দিনের কাজের শ্রমিকদের বকেয়া টাকা দিতে শুরু করবে রাজ্য।
আধার কার্ড বাতিল হওয়া বাসিন্দাদের যাতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে অসুবিধার না হয় তা নিয়ে বেশ কিছু নির্দেশ এদিনের বৈঠক থেকে দিতে পারেন মুখ্য সচিব বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, আধার কার্ড বাতিল নিয়েও আগামী দিনে কী করণীয় স্থানীয় গুরুত্বপূর্ণ নির্দেশ এদিনের বৈঠকে দিতে পারেন মুখ্য সচিব বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
advertisement
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর আইনজীবীকে লালবাজারে ডেকে পাঠাল পুলিশ! আদালতে দাঁড়িয়ে হেনস্থার অভিযোগ
গত রবিবার সিউড়ির সভামঞ্চ থেকেই আধার কার্ড বাতিল করা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ মমতা বলেন, “কোন অধিকারে, কাউকে না বলে, কীভাবে তুমি আধার কার্ড বাতিল করছ? মানুষ যাতে সরকারি পরিষেবা না পায়, তার জন্য কি এমন ব্যবস্থা হচ্ছে? আধার কার্ড থাকুক বা বাতিল হোক, রাজ্যের পরিষেবা বন্ধ হবে না।”
advertisement
রীতিমতো আশ্বাসের সুরে আমজনতার উদ্দেশ্যে তিনি বলেন, ”ভয় পাবেন না, আমি আছি। NRC করার চক্রান্ত হচ্ছে। ক্যা ক্যা করছে। CAA করার চক্রান্ত চলছে। এক মাসের মধ্যে ভোট ঘোষণা হবে। তার আগে নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে।”
আরও পড়ুন: মঙ্গলবারই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস! রাতের ট্রেনেই কিষাণগঞ্জ, তারপর দিনভর সফর
মমতা বন্দোপাধ্যায়ের নতুন স্লোগান, “NRC নয়, বাঁচতে চাই। আমরা ছিলাম, আছি, থাকব। যতদিন থাকব মানুষের গায়ে আঁচ লাগতে দেব না।” মমতা বন্দোপাধ্যায়ের সতর্কতা, “আগামিকাল থেকে সরকার অনলাইন পোর্টাল খুলবে। যার আধার বাতিল হবে সে অনলাইন পোর্টালে জানান। ব্লকে ব্লকে নজর রাখুন। ভোটের জন্য এরা ক্যা ক্যা করছে। ভোট শেষ হলেই ধিতাং ধিতাং হয়ে যাবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 19, 2024 12:51 PM IST