CV Anand Bose: মঙ্গলবারই চোপড়া যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস! রাতের ট্রেনেই কিষাণগঞ্জ, তারপর দিনভর সফর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
তবে শুধু সরকার নয়, সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
কলকাতা: মঙ্গলবার চোপড়া যাচ্ছেন রাজ্যপাল। আগামিকাল দুপুর দেড়টা নাগাদ কলকাতা ফিরছেন তিনি। তারপর রাতের দার্জিলিং মেলে কিষাণগঞ্জ স্টেশনে উদ্দেশে রওনা দেবেন। রাজভবনের বিবৃতিতে তেমনটাই জানানো হয়েছে৷ সব কিছু ঠিক থাকলে পরশু সকালেই কিষাণগঞ্জ পৌঁছবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বিহারের কিষাণগঞ্জ স্টেশনে নেমে সড়কপথে চোপড়া পৌঁছনোর কথা রাজ্যপালের। পরশু সারাদিনই চোপড়ায় থাকার কথা তাঁর৷
আগামিকাল রাত ১০টা ০৫ মিনিটের দার্জিলিং মেলে শিয়ালদা থেকে ট্রেনে করে কিষাণগঞ্জ যাবেন রাজ্যপাল। তৃণমূল কংগ্রেসের দাবি ছিল, রাজ্যপাল যাতে চোপড়া যান। সেই মোতাবেক রাজ্যপাল সেই সফরসূচি প্রস্তুত করলেন বলে রাজভবন সূত্রে খবর। কিষাণগঞ্জ থেকে সড়ক পথে চোপড়া যেতে লাগবে দেড় ঘণ্টা। তার জন্যই দার্জিলিং মেলে করে কিষাণগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের।
advertisement
আরও পড়ুন: ‘প্রথমে ইডি ঢুকেছে, তারপর বিজেপি…,’ সন্দেশখালি নিয়ে ফের বিস্ফোরক মমতা! বললেন, ‘আমি অফিসার পাঠাব’
উত্তর দিনাজপুরের চোপড়ায় শিশুমৃত্যুর ঘটনায় চাপ বাড়াচ্ছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল সন্দেশখালি গেলে, চোপড়া কেন যাবেন না? বার বার তোলা হচ্ছিল সেই প্রসঙ্গ। উত্তর দিনাজপুরের চোপড়ার চেতনগাছিতে মৃত চার শিশুর পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অভিযোগ তুলেছে বিএসএফের উপর।
advertisement
advertisement
তবে শুধু সরকার নয়, সন্তান হারানো পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিতে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন: শিবু হাজরার গ্রেফতারির পরেই সন্দেশখালিতে মহিলাদের ‘মিষ্টিমুখ’!..শাহজাহান ধরা পড়লে কী করবেন? হল আগাম ঘোষণা
রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখাকেও চোপড়ায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্র থেকে জানা গিয়েছে, শীঘ্রই চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল চোপড়া যাবে। তাঁরা ওই চার শিশুর পরিবারের সঙ্গে কথা বলবে এবং এরপর তারা ফিরে এসে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে রিপোর্ট দেবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 19, 2024 9:28 AM IST