Sandeshkhali Incident: শিবু হাজরার গ্রেফতারির পরেই সন্দেশখালিতে মহিলাদের ‘মিষ্টিমুখ’!..শাহজাহান ধরা পড়লে কী করবেন? হল আগাম ঘোষণা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শনিবারের গ্রেফতারির পরে প্রথমে বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছিল শিবু হাজরাকে। তারপর থেকেই বন্ধ রাখা হয়েছিল বসিরহাট থানার গেট। সংবাদ মাধ্যমের কারওকেও ঢুকতে দেওয়া হয়নি সেখানে।
সন্দেশখালি: লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালিকে ঘিরে কার্যত তপ্ত রাজ্য রাজনীতি৷ এলাকার মহিলাদের তুমুল বিক্ষোভের পরে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার৷ গত শনিবার অবশেষে গ্রেফতার করা হয়েছে অপর অভিযুক্ত শিবু হাজরাকেও৷ শিবু ওরফে শিবপদ হাজরার গ্রেফতারির পরে রীতিমতো উৎসবের মেজাজে দেখা যায় সন্দেশখালি এলাকার মহিলাদের একাংশকে৷ একের অপরকে মিষ্টিমুখও করান কেউ কেউ৷
শনিবারের গ্রেফতারির পরে প্রথমে বসিরহাট থানায় নিয়ে যাওয়া হয়েছিল শিবু হাজরাকে। তারপর থেকেই বন্ধ রাখা হয়েছিল বসিরহাট থানার গেট। সংবাদ মাধ্যমের কারওকেও ঢুকতে দেওয়া হয়নি সেখানে।
তারপরে রবিবার সকালে অবশ্য নিয়ম মেনেই বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ অভিযুক্ত নেতা আদালত চত্বরে পৌঁছনো মাত্রই ওঠে ‘চোর চোর’ শ্লোগান৷ তার আগেই অবশ্য কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল বসিরহাট মহকুমা আদালত চত্বর।
advertisement
advertisement
আরও পড়ুন: বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে আলোচনায় সন্দেশখালি! আজ মোদি-শাহকে নালিশ ঠুকতে চলেছেন সুকান্তেরা
শিবু হাজরার গ্রেফতারির পরে রীতিমতো উৎসবের মেজাজে মেতে ওঠেন সন্দেশখালির বাসিন্দাদের একাংশ৷ একে অপরকে মিষ্টিমুখ করাতে দেখা যায় সন্দেশখালির গ্রামের মহিলাদের। কেউ কেউ বলে ওঠেন, ‘‘এবার এলাকা শান্ত হবে৷ শুধুমাত্র শাহজাহান বাকি৷ শেখ শাহজাহান গ্রেফতার হলে আরও আনন্দ পাব৷’’
advertisement

আরও পড়ুন: ‘কেষ্টকে কতদিন…,’ বীরভূমে দাঁড়িয়ে ফের মমতার মুখে অনুব্রতর নাম! তুললেন আরাবুল প্রসঙ্গও…
এমনকি, গ্রামের মানুষের মধ্যে বিলি হওয়া গরম গরম জিলিপিতে কামড় বসিয়ে এক মহিলা তো রীতিমতো ঘোষণা করেন, ‘‘খুব আনন্দ পেয়েছি, আরও আনন্দ পাব, যেদিন শেখ শাহজাহান গ্রেফতার হবে। সেদিন গ্রামে গ্রামে পিকনিক হবে।’’
advertisement
অনুপম সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
February 18, 2024 2:34 PM IST