শিক্ষক নিয়োগের পর এবার মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে দায়ের মামলা

Last Updated:

টেটে প্রশ্ন বিভ্রাটের মতো মাধ্যমিকের প্রশ্নফাঁস নিয়েও কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা ৷

#কলকাতা: টেটে প্রশ্ন বিভ্রাটের মতো মাধ্যমিকের প্রশ্নফাঁস নিয়েও কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা ৷ এর ফলে মাধ্যমিকের ফলপ্রকাশ নিয়েও জটিলতা হতে পারে বলে আশঙ্কিত পরীক্ষার্থীরা ৷
গত পয়লা মার্চ, মাধ্যমিকের ভৌতবিজ্ঞান পরীক্ষার দিন প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ ওঠে ৷ কিন্তু পর্ষদ জানায়, পরীক্ষা শুরু হওয়ার পর প্রশ্ন বাইরে গিয়েছে ৷ পরীক্ষা বাতিলের সম্ভাবনা খারিজ করে দেয় মধ্যশিক্ষা পর্ষদ ৷
এই ঘটনাতেই এদিন কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন কুণাল বাগচি ৷ মামলাকারীর দাবি, ভৌতবিজ্ঞানের প্রশ্নফাঁসের ঘটনার যথাযথ অনুসন্ধান করা হোক ৷ একইসঙ্গে মাধ্যমিকের ফলপ্রকাশ স্থগিত রেখে নতুন করে ভৌতবিজ্ঞান পরীক্ষা নেওয়ার আবেদন করেছেন মামলাকারী ৷
advertisement
advertisement
দেদার টুকলির অভিযোগ তো আগেই ছিল ৷ তবে পয়লা মার্চ ভৌতবিজ্ঞান পরীক্ষা শুরুর এক ঘণ্টা সময় পেরতে না পেরতেই হোয়াটস অ্যাপে ঘুরে বেড়াতে দেখা গেল এদিনের পরীক্ষার প্রশ্নপত্র ৷
এই খবর প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়ায় ৷ মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি জানানো হলে প্রথমে তারা তা গুজব বলে উড়িয়ে দেন ৷ কিন্তু মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর হল থেকে পরীক্ষার্থীরা বেরনোর পর তাদের প্রশ্নপত্রের সঙ্গে হোয়াটস অ্যাপে পাওয়া প্রশ্ন মেলানো হয় ৷ দেখা যায়, প্রশ্নপত্র দুটি হুবহু এক ৷
advertisement
পরে পর্ষদ চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায় প্রশ্ন ফাঁসের কথায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘পর্ষদের কাজের প্রক্রিয়াকে হেয় করতে এমন কাজ করা হয়েছে ৷ তদন্তে প্রমাণিত হলে শাস্তি হবে ৷’ তবে একইসঙ্গে পরীক্ষা বাতিলের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেন পর্ষদ চেয়ারম্যান ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শিক্ষক নিয়োগের পর এবার মাধ্যমিকের প্রশ্ন ফাঁসে দায়ের মামলা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement