বই পড়ার অভিনব উদ্যোগ My Story-র, স্কুলে স্কুলে অভিযান পড়ুয়াদের জন্য

Last Updated:

বই এমন এক দুনিয়া এনে হাজির করে আমাদের সামনে যেখানে নিজেরা নিজেদের মতো এক কল্পদুনিয়া তৈরি করে নেওয়া যায়। ফলে বাড়ে চিন্তাশক্তির নিজস্বতা। মোবাইলের প্রতি নির্ভরতা তাদের সেই জগৎ থেকে ক্রমাগত দূরে সরিয়ে নিয়ে চলেছে।

#কলকাতা: ঘরবন্দি হয়ে থাকতে থাকতে দুনিয়াটা বন্দি হয়েছে হাতের মুঠোয়। বই পড়ার অভ্যাস বদলে ফেলে ল্যাপটপের ছোট পর্দা এবং মোবাইলের স্ক্রিনে দুনিয়াকে এনে ফেলেছে এই মানবজাতি। বদল হচ্ছে মানসিক গঠনে। আর এই বদল সবথেকে বেশি প্রভাব ফেলছে পরবর্তী প্রজন্মে। তাদের কল্পজগতের সীমানা ছোট হতে হতে প্রায় বিলুপ্তির পথে। সাহিত্যের কিছু চিরনতুন চরিত্র হোক বা কালজয়ী কিছু সাহিত্য, তারা নামটুকুর সঙ্গেও পরিচিত নয় অধিকাংশ শিশু।
আর এই বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে পরবর্তী প্রজন্মকে আবার বইমুখী করে তোলার জন্য My Story উদ্যোগী হয়েছে তাদের এক অভিনব পরিকল্পনা নিয়ে। এই উদ্যোগে ভারতের বিভিন্ন রাজ্যের কিছু স্কুল এবং কলেজে গিয়ে এক ঘণ্টার একটি অনুষ্ঠান করা হচ্ছে। যেখানে থাকছে story telling, audio visual acting, puzzle solving, interacting-এর মতো কিছু আকর্ষণীয় খেলা। বই পড়া যে কতটা আনন্দদায়ক হতে পারে এবং কী ভাবে বই আমাদের নিয়ে যেতে পারে কল্পনার এক অনন্য দুনিয়ায়, সেটাই তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার এক প্রয়াস My Story-র।
advertisement
advertisement
বই এমন এক দুনিয়া এনে হাজির করে আমাদের সামনে যেখানে নিজেরা নিজেদের মতো এক কল্পদুনিয়া তৈরি করে নেওয়া যায়। ফলে বাড়ে চিন্তাশক্তির নিজস্বতা। মোবাইলের প্রতি নির্ভরতা তাদের সেই জগৎ থেকে ক্রমাগত দূরে সরিয়ে নিয়ে চলেছে। নিজস্বতা হারাচ্ছে তারা তাদের অজান্তেই। বইয়ের বদলে তারা অবসরের সিংহভাগ সময় কাটাচ্ছে ইন্টারনেট দুনিয়ায়। মস্তিষ্কে সার্চ-ইঞ্জিন নির্ভরতায় মেধাশক্তির বদল ঘটে যাচ্ছে। ফলে উদ্ভাবনী চিন্তাধারা হারাচ্ছে। সেই অভ্যাস থেকে বার করে আনার অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বই পড়ার অভিনব উদ্যোগ My Story-র, স্কুলে স্কুলে অভিযান পড়ুয়াদের জন্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement