'শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও' শহরজুড়ে এসএফআই-এর মিছিল, কলেজ স্ট্রিটে জমায়েত

Last Updated:

কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে দেশজুড়ে জাঠা করছে এসএফআই। অগাস্টে রাজ্যে সেই জাঠা প্রবেশ করে। পূর্ব ভারতে সেই জাঠার সমাপ্তি অনুষ্ঠান আজ কলেজস্ট্রিটে

#কলকাতা: দুর্নীতির ফলে গোটা শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, যোগ্য চাকরিপ্রার্থীরা পাশ করেও কর্মহীন, রাস্তায় আন্দোলন করছেন। অন্যদিকে শিক্ষক নিয়োগের পরেও অনেকে স্কুলে যান না। শাসকদলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ নিয়ে রাজপথে বাম ছাত্র সংগঠন এসএফআই। 'শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও' স্লোগানকে সামনে রেখে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর (SFI) মিছিল শহর কলকাতার বিভিন্ন প্রান্তে। সর্বভারতীয় জাঠার সমাপ্তি দিবস উপলক্ষে মূলত এই মিছিল। শুক্রবার পূর্ব ও উত্তর পূর্ব ভারতের জাঠা সমাপ্তি। সেই উপলক্ষে কয়েকশো বাম ছাত্র যুব হাওড়া স্টেশন থেকে পায়ে হেঁটে কলেজ স্ট্রিট-এর উদ্দেশ্যে রওনা দেন।
কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে দেশজুড়ে জাঠা করছে এসএফআই। অগাস্টে রাজ্যে সেই জাঠা প্রবেশ করে। পূর্ব ভারতে সেই জাঠার সমাপ্তি অনুষ্ঠান আজ কলেজস্ট্রিটে। বাম-আমলে চিরকূট দিয়ে যে চাকরির অভোযোগ করা হয়, তার কোনও ভিত্তি নেই, দাবি বিমান বসুর। তিনি বলেন, '' ৭৩ সালে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে এমন ঘটনার অভযোগ সামনে এসেছিল। বাম আমলে বামপন্থীদের মধ্যে একটা স্লোগান উঠেছিল, 'চাকরির বেলায় মেধা, ঝাণ্ডার বেলায় গাঁধা।' বামপন্থিদের মধ্যে একটা অসন্তোষ ছিল চাকরি নিয়ে। কারণ তখন পরীক্ষার পর ভাইভা হত, তারপর চাকরি হত। কোনও দুর্নীতির প্রশ্ন ওঠেনি। এখন তো টাকার পাহাড় দেখা যাচ্ছে, আমি এত টাকা একসঙ্গে দেখিনি।''
advertisement
advertisement
শনিবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে হবে বিরাট সর্বভারতীয় ছাত্র সমাবেশ। সেই উপলক্ষে কলকাতার চার প্রান্ত থেকে চার মিছিল মিশছে কলেজ স্ট্রিটে। শ্যামবাজার মোড় থেকে একাধিক কলেজ গেট ছুঁয়ে কলেজ স্ট্রিট পৌঁছবে সংগঠনের কলকাতা জেলার মিছিল। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে হুগলি জেলার মিছিল শুরু হবে। হাওড়া, বর্ধমান-সহ একাধিক জেলার মিছিল শুরু হাওড়া স্টেশন থেকে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মিছিল শিয়ালদহ স্টেশন থেকে কলেজস্ট্রিটমুখী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও, সংবিধান বাঁচাও' শহরজুড়ে এসএফআই-এর মিছিল, কলেজ স্ট্রিটে জমায়েত
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement