প্রথম দফা শেষ, শুরু দ্বিতীয়, অভিষেককে দফায় দফায় জেরা করছে ইডি

Last Updated:

কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অভিষেককে৷ সেই উপস্থিতির কারণেই ইডি দফতরে সকাল থেকে ছিল নিরাপত্তার চাদরে মোড়া৷

ফাইল চিত্র
ফাইল চিত্র
#কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি৷ শুক্রবার অভিষেকে ইডি দফতরের হাজিরা দেওয়ার কথা ছিল৷ প্রথমেই জানা গিয়েছিস, শুক্রবার দু-দফায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেককে৷ সেই মতো সকালে এক দফা শুরু হয়৷ সেখানে দুপুর পর্যন্ত প্রথম দফার জিজ্ঞাসাবাদ চলেছে৷ ইডি সূত্রে খবর, বাঁকুড়ার আইসি ছিলেন অশোক মিশ্র, তাঁর বয়ান ধরেই জিজ্ঞাসাবাদ করছে ইডি৷ প্রথম দফার জিজ্ঞাসাবাদ চলে দুপুর দুটোর বেশ কিছু পর পর্যন্ত৷ ফের ফের তিনটের পর দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি৷ সূত্রের খবর, এমন কিছু প্রশ্ন ইডি অভিষেককে করেছে, যেগুলির উত্তরে অভিষেক বলেছেন, তিনি এই বিষয়ে তেমন কিছু জানেন না৷
কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অভিষেককে৷ সেই উপস্থিতির কারণেই ইডি দফতরে সকাল থেকে ছিল নিরাপত্তার চাদরে মোড়া৷ মোতায়েন করা হয় বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী৷ কমপ্লেক্সের ভিতরে সংবাদমাধ্যমের প্রবেশো নিষিদ্ধ করা হয়েছে৷
advertisement
advertisement
প্রস্তুতি ছিল দিল্লি থেকে আগত ইডি অফিসারদেরও৷ সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার দিল্লি থেকে ইডির চার নতুন অফিসার আসনে জিজ্ঞাসাবাদের জন্য৷ তাঁরা ইডির সাইবার সেলের অফিসার বলে শোনা গিয়েছে৷ এ ছাড়া শুক্রবার যে পাঁচজন ইডির দফতরে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য প্রবেশ করেছেন, তাঁরা আগেও অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে এই পাঁচজনের দল, সেই পাঁচজনই এ দিন জিজ্ঞাসাবাদের জন্য প্রবেশ করেছেন বলে খবর৷
advertisement
অনুপ চক্রবর্তী
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রথম দফা শেষ, শুরু দ্বিতীয়, অভিষেককে দফায় দফায় জেরা করছে ইডি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement