প্রথম দফা শেষ, শুরু দ্বিতীয়, অভিষেককে দফায় দফায় জেরা করছে ইডি

Last Updated:

কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অভিষেককে৷ সেই উপস্থিতির কারণেই ইডি দফতরে সকাল থেকে ছিল নিরাপত্তার চাদরে মোড়া৷

ফাইল চিত্র
ফাইল চিত্র
#কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি৷ শুক্রবার অভিষেকে ইডি দফতরের হাজিরা দেওয়ার কথা ছিল৷ প্রথমেই জানা গিয়েছিস, শুক্রবার দু-দফায় জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেককে৷ সেই মতো সকালে এক দফা শুরু হয়৷ সেখানে দুপুর পর্যন্ত প্রথম দফার জিজ্ঞাসাবাদ চলেছে৷ ইডি সূত্রে খবর, বাঁকুড়ার আইসি ছিলেন অশোক মিশ্র, তাঁর বয়ান ধরেই জিজ্ঞাসাবাদ করছে ইডি৷ প্রথম দফার জিজ্ঞাসাবাদ চলে দুপুর দুটোর বেশ কিছু পর পর্যন্ত৷ ফের ফের তিনটের পর দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শুরু করে ইডি৷ সূত্রের খবর, এমন কিছু প্রশ্ন ইডি অভিষেককে করেছে, যেগুলির উত্তরে অভিষেক বলেছেন, তিনি এই বিষয়ে তেমন কিছু জানেন না৷
কয়লাপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় অভিষেককে৷ সেই উপস্থিতির কারণেই ইডি দফতরে সকাল থেকে ছিল নিরাপত্তার চাদরে মোড়া৷ মোতায়েন করা হয় বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী৷ কমপ্লেক্সের ভিতরে সংবাদমাধ্যমের প্রবেশো নিষিদ্ধ করা হয়েছে৷
advertisement
advertisement
প্রস্তুতি ছিল দিল্লি থেকে আগত ইডি অফিসারদেরও৷ সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার দিল্লি থেকে ইডির চার নতুন অফিসার আসনে জিজ্ঞাসাবাদের জন্য৷ তাঁরা ইডির সাইবার সেলের অফিসার বলে শোনা গিয়েছে৷ এ ছাড়া শুক্রবার যে পাঁচজন ইডির দফতরে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য প্রবেশ করেছেন, তাঁরা আগেও অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে এই পাঁচজনের দল, সেই পাঁচজনই এ দিন জিজ্ঞাসাবাদের জন্য প্রবেশ করেছেন বলে খবর৷
advertisement
অনুপ চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রথম দফা শেষ, শুরু দ্বিতীয়, অভিষেককে দফায় দফায় জেরা করছে ইডি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement