Investment || রাজ্য আবগারি দফতরে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ, বিস্তারিত জানুন

Last Updated:

Investment || আবগারি দফতর সূত্রে খবর চলতি অর্থবর্ষে মোট ১২০০ কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে রাজ্যে। যার মধ্যে একটি বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটও হবে বলে জানা গিয়েছে৷

Representative Image
Representative Image
#কলকাতা: রাজ্যের আবগারি দফতরেও এবার বিপুল পরিমাণ বিনিয়োগ আসছে। সূত্রের খবর প্রায় ১২০০ কোটি টাকার বিনিয়োগ আসতে চলেছে আবগারি দফতরের হাত ধরে। তার মধ্যে প্রায় ২০০ কোটি টাকার বিনিয়োগ হবে একটি বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটকে কেন্দ্র করে। বাকি এক হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে distilled spirit-এর কারখানাকে কেন্দ্র করে। এরকম মোট তিনটি কারখানা কলকাতা সংলগ্ন অঞ্চলে হবে বলেই আবগারি দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই তার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
 গত মে মাসের শেষ দিকে যখন রাজ্যে বিয়ার সঙ্কট শুরু হয়েছিল সেই সময়ে একাধিক সংস্থাকে বিয়ার ম্যানুফেকচারিং ইউনিট গড়ে তোলার ব্যাপারে রাজ্য সবরকম সুবিধা দেবে বলে বার্তা দেয়, এমনটাই সূত্রের খবর। ইতিমধ্যেই কয়েকটি সংস্থা বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এরই মধ্যে চলতি আর্থিক বর্ষে একটি প্রসিদ্ধ সংস্থা কলকাতা সংলগ্ন অঞ্চলে বিয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিট ২০০ কোটি টাকা বিনিয়োগ করে করবে বলে সূত্রের খবর। আবগারি দফতর সূত্রে খবর, চলতি বছরে যেভাবে বিয়ার সঙ্কট তৈরি হয়েছিল সে ক্ষেত্রে রাজ্যে বিয়ার ম্যানুফেকচারিং ইউনিট তৈরি হলে চাহিদার সঙ্গে সঙ্গে জোগান দেওয়া সম্ভব হবে।
advertisement
advertisement
গত আর্থিক বর্ষে রাজ্যে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছিল। শুধু তাই নয়, মদ বিক্রির যে টার্গেট গত অর্থবছরে রেখেছিল রাজ্যের আবগারি দফতর, তা নির্দিষ্ট সময়সীমার অনেক আগেই পূরণ করে ফেলেছিল। সেই দিক দিয়ে বিচার করলে রাজ্যে এই তিনটি distilled spirit এর কারখানা গড়ে উঠলে মদের উৎপাদন আরও বাড়বে। হবে একাধিক কর্মসংস্থান ও। সে ক্ষেত্রে বিক্রিও বাড়বে রাজ্যের আবগারি দফতরের। গত আর্থিক বর্ষে সবথেকে বেশি বিক্রি হয়েছিল দেশি মদ। তবে এবারের বিয়ার বিক্রির রেকর্ড দেশি মদের বিক্রিকে পিছনে ফেলে দেবে বলেই মনে করছেন আবগারি দফতরের আধিকারিকেরা। তাই রাজ্যের আবগারি দফতর রাজ্যের ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলার ব্যাপারে সবথেকে বেশি  উৎসাহ দিচ্ছে।  এই বিপুল পরিমাণ বিনিয়োগ আরো বিনিয়োগকারীদের রাজ্যে বিনিয়োগে উৎসাহ দেবে বলে মনে করছেন আবগারি দফতরের আধিকারিকরা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/কলকাতা/
Investment || রাজ্য আবগারি দফতরে কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ, বিস্তারিত জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement