গভীর রাতে বাড়িতে চুরি, রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ৭৫ বছরের বৃদ্ধা...! ধর্ষণ করা হল তাঁকে?

Last Updated:

Old Woman Molested: ৭৫ বছর বয়সি ওই বৃদ্ধাকে রাত আনুমানিক ১টা ৩০ নাগাদ ধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ওই দিন রাতে এক দুষ্কৃতী বৃদ্ধার ঘরে ঢুকে তাঁকে বলপূর্বক ধর্ষণ-সহ মারধরও করে।

গভীর রাতে বাড়িতে চুরি, রক্তাক্ত অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধা...! ধর্ষণের অভিযোগ!
গভীর রাতে বাড়িতে চুরি, রক্তাক্ত অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধা...! ধর্ষণের অভিযোগ!
বজবজ: নোদাখালীতে এক বৃদ্ধাকে ধর্ষনের অভিযোগ! শারীরিক পরীক্ষার পাশাপাশি আলিপুর কোর্টে নেওয়া হল গোপন জবানবন্দীও, গ্রেফতার ১। দক্ষিণ ২৪ পরগনার বজবজ ২ নম্বর ব্লকের রানিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় গত ২৯ শে ডিসেম্বর ৭৫ বছর বয়সি ওই বৃদ্ধাকে রাত আনুমানিক ১টা ৩০ নাগাদ ধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ওই দিন রাতে এক দুষ্কৃতী বৃদ্ধার ঘরে ঢুকে তাঁকে বলপূর্বক ধর্ষণ-সহ মারধরও করে। এমনকি যাওয়ার সময় কিছু গয়নাও দুষ্কৃতী নিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
ঘটনার পর বৃদ্ধার চেঁচামেচিতে তার প্রতিবেশী এক আত্মীয় প্রথম রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে দেখতে পেয়ে বৃদ্ধার বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন ওই বৃদ্ধাকে মুঁচিশার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে অন্যত্র স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা।
advertisement
advertisement
পরিবারের দাবি, প্রথম দিন নোদাখালী থানার পুলিশের পক্ষ থেকে কোনও ধর্ষণের মামলা রুজু করা হয়নি, কেবলমাত্র মারধর এবং চুরির ঘটনাই লেখা হয়। পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সুপারের অফিসে লিখিত অভিযোগ করলে ধর্ষণের মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করে নোদাখালী থানার তদন্তকারী আধিকারিক। অভিযোগ, দিন হোক বা রাত এলাকায় চলে মদ্যপান। গতকাল আলিপুর কোর্টে ওই বৃদ্ধার গোপন জবানবন্দীর পাশাপাশি তাঁর শারীরিক পরীক্ষাও করানো হয় পুলিশের পক্ষ থেকে।
advertisement
বজবজ ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি বলেন, “বৃদ্ধাকে মারধর এবং চুরির ঘটনায় একজন গ্রেফতার হয়েছে শুনেছি, ধর্ষণ হয়েছে বলে আমার জানা নেই।”
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
গভীর রাতে বাড়িতে চুরি, রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ৭৫ বছরের বৃদ্ধা...! ধর্ষণ করা হল তাঁকে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement