Howrah Station: মাটি খুঁড়তেই বেরিয়ে এল ১৫০ বছরের পুরনো রেল লাইন! হাওড়ায় কাণ্ড দেখলে চমকে যাবেন

Last Updated:

Howrah Station: ইতিমধ্যেই এই ঐতিহাসিক রেল লাইনের খবর চাউর হতেই হাওড়া স্টেশনে আসা মানুষজনদের ভিড় জমছে । রীতিমতো ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আরপিএফ-কে।

চলছে খননকার্য. নিজস্ব চিত্র
চলছে খননকার্য. নিজস্ব চিত্র
#হাওড়া: মেট্রোর কাজ চলাকালীন সামনে এল এক প্রাচীন ইতিহাস | হাওড়া স্টেশনের  ডিআর এম বিল্ডিংয়ের সামনে মেট্রোর হাওড়া স্টেশনে ঢোকার রাস্তা তৈরির সময় মাটি খুঁড়তেই চক্ষু চড়কগাছ কর্মীদের | মাটি খুঁড়তে বেরিয়ে এল ১৫০ বছরের পুরোন রেল লাইন | তবে এখনই সঠিক করে মেট্রো রেলের তরফে জানানো হয়নি বা পরীক্ষাও করা হয়নি যে উদ্ধার হওয়া রেল লাইন কত পুরোন। তবে রেলকর্তারা মনে করছেন, রেল পরিষেবা শুরু হওয়ার সময়কারই এই লাইনটি। তবে মাটির নিচে থাকা রেল লাইন কতটা বিস্তৃত, তাও এখনও নিশ্চিত নয় রেল। তাই খননের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে এই উদ্ধার হওয়া ঐতিহাসিক রেল লাইনটি রেলের সংগ্রহশালায় রাখা হবে। তবে তার আগে পুরাতাত্বিকদের দিয়ে সেটিকে পরীক্ষা করে, কি ধরনের ধাতু, কত বছরের পুরোন এটি, তা খোঁজ করা করা হবে।
advertisement
ইতিমধ্যেই এই ঐতিহাসিক রেল লাইনের খবর চাউর হতেই হাওড়া স্টেশনে আসা মানুষজনদের ভিড় জমছে । রীতিমতো ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে আরপিএফ-কে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে যে কাজ শুরু হয়েছে তা প্রায় শেষের মুখেই । তার মধ্যেই এই ধরণের ঘটনা কিছুটা হলেও চমকে যাওয়ার মতোই । মেট্রোর রেলের কাজে নিযুক্ত ঠিকাদার সংস্থার কর্মীদের দাবি, মাটি খুঁড়তেই প্রথমে ধাতুর মতো কিছু বেরোতে থাকে | প্রথমে মনে হয়েছিল মাটির নিচে দীর্ঘ দিন ধরে পড়ে থাকা ধাতব কিছু, কিন্তু যত কাটা হচ্ছে তত টাই লম্বা অংশের শেষ পাওয়া যাচ্ছে না, তখনই খবর দেওয়া হয় রেল আধিকারিকদের, রেল আধিকারিকরা এসেই প্রথম রহস্যের উন্মোচন করেন। মাটির নিচের উদ্ধার হওয়া রেল ট্র্য়াকের  ইতিহাসের খোঁজে রেল | রেলের তরফে জানানো হয়েছে এই রেল ট্র্য়াক উদ্ধার হওয়ার জন্য মেট্রোর কাজে কোনও বাধা সৃষ্টি হবে না। কারণ হাওড়া ময়দান থেকে হাওড়া স্টেশন হয়ে মেট্রো যখন গঙ্গার তলা দিয়ে চলতে শুরু করবে, সেটাও একটি ইতিহাস বহন করবে | ফলে পুরোনও ইতিহাসকে সংগ্রহ করার সঙ্গে সঙ্গে নতুন ইতিহাস তৈরি  আর মাত্র সময়ের অপেক্ষা।
advertisement
দেবাশিস চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Howrah Station: মাটি খুঁড়তেই বেরিয়ে এল ১৫০ বছরের পুরনো রেল লাইন! হাওড়ায় কাণ্ড দেখলে চমকে যাবেন
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement