কলকাতা থেকে ফের দিঘা, শিলিগুড়ি যাত্রা শুরু! যাত্রা শুরু বিভিন্ন রুটের ৫০টি বাসের

Last Updated:

কলকাতা থেকে ৫০টি বাস ছাড়ল সোমবার । কয়েকটি রুটে ভাড়াও বাড়ানো হয়নি এই বাসগুলির । প্রায় তিন মাস পর বাস চলাচল শুরু হতেই হাসি ফুটেছে শহরবাসীর মুখে ।

#কলকাতা: কলকাতা থেকে চালু বেশ কিছু বেসরকারি বাস । শহরের মধ্যে লোকাল বাস চালাতে আপত্তি থাকলেও বেশ কয়েকটি রুটে দূরপাল্লার বেসরকারি বাস চালু হল । কলকাতা থেকে ৫০টি বাস ছাড়ল সোমবার । কয়েকটি রুটে ভাড়াও বাড়ানো হয়নি এই বাসগুলির । প্রায় তিন মাস পর বাস চলাচল শুরু হতেই হাসি ফুটেছে শহরবাসীর মুখে । কলকাতা-শিলিগুড়ি, কলকাতা-বালুরঘাট, কলকাতা-দিঘা বাস চালু হল । বাস চলছে কলকাতা-আসানসোল এবং কলকাতা-মালদহেও ।
সরকারি বাস চালু হলেও এতদিন পথে নামেনি বেসরকারি বাস । চতুর্থ দফায় এসে কিছুটা ছাড় মিলেছিল সরকারের তরফে । তখনই গ্রিন জোনে বাস চালানোর অনুমতি দেয় রাজ্য । কিন্তু রাজ্যের শর্ত ছিল ২০ জনের বেশি যাত্রী বাসে তোলা যাবে না । সরকারের সেই শর্তে রাজি হননি বেসরকারি বাস মালিকরা । তাঁদের দাবি ছিল, লকডাউনের বিপুল লোকসানের পর আবার ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো প্রায় অসম্ভব । তাই সরকারি বাস রাস্তায় নামলেও বেসরকারি বাসের দেখা মেলেনি এতদিন । শেষ পর্যন্ত বেসরকারি বাসে যত আসন, তত যাত্রী নেওয়া যাবে, এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী । কিন্তু তারপরেও শেষরক্ষা হয়নি ।
advertisement
সোমবার থেকে কলকাতার রাস্তায় বেসরকারি বাস নামবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল রবিবার। বিভিন্ন বাস মালিকদের বৈঠকে কোনও সমাধান মেলেনি । ভাড়া না বাড়ালে বাস নিয়ে রাস্তায় নামতে নারাজ বেসরকারি বাস সংগঠনগুলি । ফলে মুখ্যমন্ত্রীর উপরেই সিদ্ধান্ত ছাড়া হয়েছে । তবে তারপরেও আজ কলকাতা থেকে দূরপাল্লার বেসরকারি বাসগুলির যাত্রা শুরু হওয়ায় অনেকটাই সুবিধা মিলেছে নাগরিকদের ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতা থেকে ফের দিঘা, শিলিগুড়ি যাত্রা শুরু! যাত্রা শুরু বিভিন্ন রুটের ৫০টি বাসের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement