Mamata Banerjee About Egra Incident: এগরার কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, এনআইএ তদন্তে আপত্তি নেই, বললেন মমতা

Last Updated:

Mamata Banerjee About Egra Incident: এর পরেই আর্ত পরিবারবর্গকে সাহায্যের কথা বলেন তিনি৷ বলেন ‘আমরা দুঃখিত, আমরা পরিবারগুলোকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য করব, যাঁরা আহত তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে৷

মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছবি
মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ছবি
কলকাতা: পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হল ৯৷ নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে এই গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি তিনি বললেন, হতাহতের বিশেষ ভাবে সাহায্য করবে রাজ্য সরকার৷ মানস ভুইঁয়া-সহ বিশেষ দল যাবে আর্তদের পরিবারের সঙ্গে দেখা করতে৷ তাঁদের সঙ্গে বিস্তারিত কথা বলবে দল, এমনটাও বলেন তিনি৷
মমতা সাংবাদিক বৈঠক থেকে এ দিন বলেন, ‘এগরায় যে ঘটনা ঘটেছে, খুবই দুঃখজনক ঘটনা, খারাপ লাগছে৷ যে জায়গাটা হচ্ছে ঠিক ওড়িশার সীমান্তে৷ এবং যে এই বেআইনি কারখানা চালাচ্ছিলেন, তাঁকে আমাদের পুলিশ আগেও গ্রেফতার করেছিল, ১৯ অক্টোবর, ২০২২ সালে৷ তাঁর কেসটা নিয়ে আদালতে যাওয়াও হয়েছিল৷ কিন্তু আদালত থেকে জামিন পেয়ে গিয়েছিলেন৷ জায়গাটা এমন বিচ্ছিন্ন স্থান, মাঝখানে ঘর তৈরি করে এগুলো ওড়িশায় পাঠানো হত৷ ওর বিরুদ্ধে চার্জশিটও করা হয়েছিল৷ আদালত থেকে জামিন পেয়ে কয়েকদিন আগে ফের এই কারখানা শুরু করে বেআইনি ভাবে৷ এরকম কিছু বাজি কারখানা, বেআইনি, এসব দিকে আছে৷ এবং সবচেয়ে দুর্ভাগ্য লোকাল ছেলেমেয়েরা কাজ করে৷ তাঁরা বাড়ির সামনে কাজটা করে বলে, কোনও সমস্যা হলে তাঁদের ঘাড়েই পড়ে৷ এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর, তাতে আমরা পুলিশ ও দমকল পাঠিয়েছিল৷’
advertisement
advertisement
এর পর রাজনৈতিক প্রসঙ্গও টানেন তিনি৷ বলেন, ‘এই গ্রাম পঞ্চায়েতটি নির্দলকে সঙ্গে নিয়ে বিজেপি তৈরি করে৷ তাঁদের তথ্য রাখা উচিত ছিল কেন তাঁদের এলাকায় এই ঘটনা ঘটছে৷ আমাদের কাছে যা তথ্য তাতে পাঁচজন মৃত, সাতজন আহত৷ মালিক নাকি ওড়িশার দিকে পালিয়েছে৷’
advertisement
মমতা তার পর সীমান্তের নিরাপত্তা নিয়েও বলেন, ‘সীমান্তে বিভিন্ন আইসোলেটেড জায়গা থাকে৷ আমি বারবার বলি, বর্ডারগুলোতে নাকা চেকিং করতে, বর্ডার চেকিং করতে৷ আমরা কেসটা সিআইডিকে দিয়েছি, তারা রিপোর্ট দেবে৷ দমকলও রিপোর্ট দেবে৷ তদন্তের কাজ শুরু হয়ে গিয়েছে, এসপি স্পটে গিয়েছিলেন৷ বিজেপির পঞ্চায়েত বলে, আমাদের বিধায়ককে স্পটে যেতে বাধা দেওয়া হয়েছে৷ মানস ভুঁইয়াকে বলেছি৷ একটা মজার জিনিস দেখছি, তোমার যেখানে জোর, সেখানে আমাদের ঢুকতে দেবে না, এটা কেমন? এটা তো ল’অ্যান্ড অর্ডারের সঙ্গেও যুক্ত নয়৷ আমরা তা সত্ত্বেও মনে করি, আর কোথায় কোথায় বেআইনি বাজি কারখানা আছে দেখতে হবে৷ নাকা চেকিং বাড়াতে হবে৷ এখানে তৈরি করবে, ওড়িশায় গিয়ে বিক্রি করবে, তথ্য না থাকার ফলে, তা হবে না৷’
advertisement
এর পরেই আর্ত পরিবারবর্গকে সাহায্যের কথা বলেন তিনি৷ বলেন ‘আমরা দুঃখিত, আমরা পরিবারগুলোকে আড়াই লক্ষ টাকা করে সাহায্য করব, যাঁরা আহত তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে৷ জ্ঞানবন্ত সিংকে পাঠানো হয়েছে৷ আমরা লোকাল আইসিকে শো-কজ করে অ্যাকশন নেব৷ পুলিশ যখন একটা থানার দায়িত্ব নেয়, তখন তাঁর এলাকায় কে কী করছে না করছে, তাঁদের দায়িত্ব নেওয়া উচিত৷’
advertisement
এর পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত নিয়ে মমতা বলেন, ‘যাঁরা, আমার বন্ধুরা এনআইএ করে চেঁচাচ্ছে, তাঁদের বলছি, আমাদের কোনও আপত্তি নেই৷ আমরা আমাদের তদন্ত শুরু করেছি৷ যদি তাঁরা মনে করে, এনআইএ করে হবে, তা হলে করুক৷ তবে আমরা চাইব আসল অপরাধীরা যেন শাস্তি পায়৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee About Egra Incident: এগরার কাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, এনআইএ তদন্তে আপত্তি নেই, বললেন মমতা
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement