Hotel Fire: এই নিয়ে চার...! ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও এক, তদন্ত জারি
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
এর আগে ইন্টিরিয়রের ঠিকাদার খুরশিদ আলমকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনায় দ্বিতীয় দিনে গ্রেফতার করা হয়েছিল হোটেল মালিক ও ম্যানেজারকে।
কলকাতা: জোড়াসাঁকো ঋতুরাজ হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আরও এক। এই নিয়ে গ্রেফতার বেড়ে হল ৪। সাগির আলি নামে এক ব্যক্তিকে কোলাঘাট থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
লালবাজার সূত্রে খবর, হোটেলের দোতলায় যে কাজ চলছিল সেই কাজের সুপারভাইজার বা তদারকির কাজ করতেন এই সাগির। ঘটনার পর থেকে কলকাতা ছাড়া ছিলেন। আজ কোলাঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ইন্টিরিয়রের ঠিকাদার খুরশিদ আলমকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনায় দ্বিতীয় দিনে গ্রেফতার করা হয়েছিল হোটেল মালিক ও ম্যানেজারকে।
আরও পড়ুন: ফের পাকিস্তানি হ্যাকারদের টার্গেট ভারত! পোস্ট ঘিরে আশঙ্কা একাধিক মিলিটারি ওয়েবসাইট নিয়ে
advertisement
advertisement
গত সপ্তাহে ভয়াবহ আগুন লাগে মধ্য কলকাতার মেছুয়াবাজার সংলগ্ন এলাকায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন নিয়ন্ত্রণে আনতে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হলেও ১৪ জনের মৃত্যু হয়। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। বৃহস্পতিবার সকালে হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতার করা হয় হোটেলের ইনটিরিয়র ডিজাইনের দায়িত্বে থাকা ঠিকাদার খুরশিদ আলমকে। আজ সাগির আলি নামে এক ব্যক্তিকে কোলাঘাট থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 05, 2025 9:17 PM IST