জন্ম থেকে মৃত্য়ু ৷ হাজারো স্মৃতি ৷ এই গোটা সময়কালে হাজারো স্মৃতি আমাদের মনের গভীরে জমাট বাঁধে ৷ কখনও সেই স্মৃতি আমরা ভুলে যাই কিংবা কখনও তা মনের গভীরে থেকে জোনাকির আলোর মত উঁকি দেয় ৷ সেলিমপুর পল্লীর পুজো এবার কিছুটা এই চিন্তাভাবনার মধ্য দিয়েই ফুটে উঠেছে ৷
ঘরে বসেই ৩৬০ ডিগ্রি শ্যুটে দেখে ফেলুন সেলিমপুর পল্লীর পুজো মণ্ডপ ৷
দেখুন 360 ডিগ্রি
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।