জেলে মোবাইল ব্যবহারে ৩-৫ বছর কারাদণ্ডের প্রস্তাব, আইন সংশোধনের পথে রাজ্য সরকার
Last Updated:
#কলকাতা: সংশোধনাগারে বন্দিদের মোবাইলের ব্যবহার নিষিদ্ধ। কোন আইনে? এতদিন এনিয় নির্দিষ্ট কোনও আইনই ছিল না। ভুল শুধরে এবার নতুন আইন আনার উদ্যোগ। নতুন আইনে কড়া শাস্তি ও ও আর্থিক জরিমানার ব্যবস্থা থাকবে।
সংশোধনাগারের নিরাপত্তায় বসানো হয়েছে জ্যামার, রয়েছে সিসিটিভি, হয় দেহ তল্লাশিও ৷ তবুও বন্দিদের মোবাইলের ব্যবহার কমছে না ৷
সম্প্রতি কয়েকটি ঘটনা এই অভিযোগ আরও প্রকট করেছে। দমদম জেল থেকে ব্যবসায়ীকে ফোনে তোলা চেয়ে হুমকি ফোনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পার্কস্ট্রিট গণধর্ষণে সাজাপ্রাপ্ত রুমান খান জেলে বসেই ফেসবুকে ছবি আপলোড করে। কিন্তু কারা আইনে এত দিন অভিযুক্তদের আইনানুগ শাস্তির কোনও বিধান ছিল না। কারণ বর্তমান আইনে সংশোধনাগারে মোবাইল বা সিম ব্যবহার নিষিদ্ধ বলে উল্লেখ করা নেই ৷
advertisement
advertisement
বর্তমান আইন সংশোধনে তৎপর কারা দফতর। ইতিমধ্যের প্রস্তাবিত সংশোধনী পাঠানো হয়েছে নবান্নে। প্রস্তাবিত সংশোধনীতে মোবাইল ও সিম ব্যবহার নিষিদ্ধ বলে উল্লেখ রয়েছে। রয়েছে শাস্তির উল্লেখও।
- সংশোধনাগারে মোবাইল ব্যবহার করলে নুন্যতম জেল ৩ বছর
- সর্বোচ্চ জেল হবে ৫ বছর
- থাকছে আর্থিক জরিমানার সংস্থান
- নুন্যতম আর্থিক জরিমানা ৩০ হাজার
advertisement
- সর্বোচ্চ আর্থিক জরিমানা ৫০ হাজার
- বন্দিকে যে মোবাইল যোগান দেবে তারও শাস্তি হবে
- একই শাস্তির উল্লেখ সংশোধধিত আইনে
রাজস্থান, হরিয়ানা, মহারাষ্টের সংশোধনাগারে মোবাইল নিষিদ্ধ। রয়েছে আইন। এবার সেই পথেই হাঁটতে চলেছে এরাজ্যও। দ্রুত বিধানসভার অধিবেশন পেশ করে সংশোধন আইনে পরিণত করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 09, 2018 9:24 AM IST