সাত সকালে শহরে ছিনতাইবাজের হামলা, টাকার ব্যাগ ছিনিয়ে উধাও ৩
- Published by:Satabdi Adhikary
- Written by:Arpita Hazra
Last Updated:
রবিবার ভোর ৫টা নাগাদ বাড়ি থেকে চেতলা হাট রোডের দোকান খোলার জন্য যাচ্ছিলেন আলিপুর থানা এলাকার ব্যবসায়ী গোপাল সাউ। সেই সময় তাঁর কাছে হাজার তিরিশেক টাকা ছিল বলে জানিয়েছেন গোপাল। (alipore snacting)
#কলকাতা, অর্পিতা হাজরা: সাত সকালে শহরে ছিনতাইবাজের দৌরাত্ম্য। ব্যবসায়ীর কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে উধাও মোটরবাইকে থাকা তিন দুষ্কৃতী। আলিপুর থানায় অভিযোগ দায়ের।
রবিবার ভোর ৫টা নাগাদ বাড়ি থেকে চেতলা হাট রোডের দোকান খোলার জন্য যাচ্ছিলেন আলিপুর থানা এলাকার ব্যবসায়ী গোপাল সাউ। সেই সময় তাঁর কাছে হাজার তিরিশেক টাকা ছিল বলে জানিয়েছেন গোপাল।
অভিযোগ, সেই সময়েই আচমকা পিছন থেকে একটি বাইকে আসে তিন দুষ্কৃতী। বাইকের একেবারে পিছনে বসে থাকা দুষ্কৃতী গোপালের হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। তিনজনের শরীরই শালে মোড়া ছিল বলে জানিয়েছেন গোপাল।
advertisement
advertisement
আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় 'দুয়ারে সরকার' ক্যাম্প! ফের বড় দুর্নীতির 'হদিশ' শুভেন্দু অধিকারীর
এরপরেই ঘটনার কথা জানিয়ে আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। থানা থেকে ওই ব্যবসায়ীকে নিয়ে ঘটনাস্থলেও যায় পুলিশ। ঘটনাস্থল ও অন্যান্য জায়গায় ঘুরে দেখা হয়। দুষ্কৃতীরা যে রাস্তা ধরে চলে গিয়েছিল সেই রাস্তা ধরেও এগোয় পুলিশ।
advertisement
আরও পড়ুন: 'ভোটের পর উধাও' বিধায়ক গ্রামে গেলেন 'দিদির দূত' হয়ে, ঢুকতেই বাঁধল গোল! চরম কাণ্ড
ঘটনার তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ ও আশপাশের প্রত্যক্ষদর্শী বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর। গত বছরও গোপালের দোকান থেকে প্রায় দেড় লক্ষ টাকা চুরি হয়েছিল বলে অভিযোগ করেন গোপাল সাউ। পুলিশের দাবি, ওই ব্যাবসায়ী ছিনতাইয়ের অভিযোগ করেছেন। সিসি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। কোনও ব্যাবসায়িক শত্রুতা না কি অন্য কোনও কারণ রয়েছে? তদন্ত করছে আলিপুর থানা।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2023 3:08 PM IST

