CPIM Big Rally on 27 July|| আন্দোলনের ঘুঁটি সাজাচ্ছে সিপিআইএম, ২৭ জুলাই শহরে ৩ মেগা মিছিলের ডাক

Last Updated:

CPIM 3 Mega Rally on 27 July 2022: মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করেই আন্দোলনের ঘুঁটি সাজাচ্ছে সিপিএম, দুর্নীতির বিরুদ্ধে ও সরকারি নিয়োগের দাবিতে ২৭ তারিখ শহরে তিনটে মিছিলের ডাক দিয়েছে বামেরা।

মহম্মদ সেলিম। ফাইল ছবি।
মহম্মদ সেলিম। ফাইল ছবি।
#কলকাতা: মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করেই আন্দোলনের ঘুঁটি সাজাচ্ছে সিপিএম, দুর্নীতির বিরুদ্ধে ও সরকারি নিয়োগের দাবিতে ২৭ জুলাই শহরে তিনটে মিছিলের ডাক দিয়েছে বামেরা। সোমবার এ কথা জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এ দিন তিনি বলেন, "চারদিন পর মুখ্যমন্ত্রী মুখ খুললেন। পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব, উনি জানেন না কী করছেন। কেন বরখাস্ত করলেন না? পঞ্চায়েত থেকে একদম ওপরতলা পর্যন্ত লোক রয়েছে তৃনমূলের যারা দুর্নীতিপরায়ণ। গোটা রাজ্যের ব্যবস্থা ভেঙে ফেলেছে। অসংখ্য ভিডিও সামনে আসছে। উনি বলেছেন আলকাতরা। আসলে কয়লার বিষয় আছে। আলকাতরা কয়লায় বাই প্রডাক্ট। একজনকেও শাস্তি দিয়েছেন?"
advertisement
advertisement
আরও পড়ুন: আজ রাতে ফিরছেন না কলকাতায়, এইমসেই রাত্রিবাস পার্থ চট্টোপাধ্যায়ের
সেলিম আরও বলেন, "আমি ভেবেছিলাম প্রথম থেকে ঝাঁপিয়ে পড়বেন। রাজীব কুমার, ফিরহাদের সময় নেমে পড়েছিলেন। এ বার রাজ্যের নাক কাটা যাচ্ছে তখন চুপ? চক্রান্ত যদি হয়ে থাকে বিজেপি তৃণমুল উভয়েই যুক্ত। পিজি সম্পদ ছিল। যারা ভাল ডাক্তার ছিল বদলি করেছেন। চোর জোচ্চরদের কমিটির মাথায় বসিয়েছেন। রাজ্যের সম্মান ধুলোয় চলে গেল।"
advertisement
দুর্নীতির প্রতিবাদে আগামী ২৭ তারিখ কলকাতায় তিনটি মিছিলের কথা ঘোষণা করেন সিপিএমের রাজ্য সম্পাদক। তিনি বলেন "২৭ তারিখ তিনটি বড় মিছিলের ডাক দিয়েছি। একটা হাওড়া, একটা শিয়ালদহ, একটা পার্কসার্কাস বিকেল তিনটের সময় শুরু হবে।"
UJJAL ROY
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM Big Rally on 27 July|| আন্দোলনের ঘুঁটি সাজাচ্ছে সিপিআইএম, ২৭ জুলাই শহরে ৩ মেগা মিছিলের ডাক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement