TMC New Theme Song: 'খেলা হবে'র পরে এবার তৃণমূলের আরেক নতুন 'থিম সং', দেবাংশু নয়, এবার লিখল কে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
TMC New Theme Song: দু'বছর হয়ে গেল খেলা হবে স্লোগানের। ২০২১ সালের বিধানসভা ভোটের আসরে এই একটা স্লোগান নজর কেড়েছিল গোটা দেশের৷
দু’বছর হয়ে গেল খেলা হবে স্লোগানের। ২০২১ সালের বিধানসভা ভোটের আসরে এই একটা স্লোগান নজর কেড়েছিল গোটা দেশের৷ বাংলার গন্ডি পেরিয়ে গোটা দেশে বিভিন্ন রাজনৈতিক দল এই মুহূর্তে খেলা হবে স্লোগানকে ব্যবহার করছে। এবার ২১’শে জুলাইয়ের প্রচারে আরও এক থিম সং নিয়ে এলল তৃণমূল ছাত্র পরিষদ।
ইতিমধ্যেই জেলায় জেলায় ২১শে জুলাই নিয়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। পঞ্চায়েত ভোটের পরে এই সমাবেশ৷ সেখানে রেকর্ড জমায়েত চায় শাসক দল। তাই নানাভাবে এই কর্মসূচিকে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন:ভোট যেতেই মাথা কামিয়ে ফেললেন! অদ্ভুত ছবি শুভেন্দুর জেলায়, তুমুল শোরগোল
২১ শে জুলাই ২০২৩ এর খুঁটিপূজা হয়েছে শুক্রবার। মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সহায়তায় ২১ শে জুলাই শহিদদের স্মরণ করে একটি গান রিলিজ করা হয়েছে। গানটি রিলিজ করেন বিধায়ক তাপস রায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ একাধিক নেতা। গানটির কথা , সুর ও কণ্ঠে সাহেব সাহা। এছাড়াও কণ্ঠে রয়েছেন বৈশালী, সৈকত, অয়ন, বিশ্বজিৎ , সুমন , রাজন্যা। সংগীত আয়োজন করেছেন অনিক ত্রিপন। রেকর্ডিস্ট্ ও শব্দ মিশ্রণ করেছেন জয়জিৎ অধিকারী।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘টাকা দিয়ে চাকরি কিনে কারা কাজ করছে?’, ED-CBI এর কাছে তালিকা তলব বিচারপতি অমৃতা সিনহার
এর আগেও তৃণমূলের একাধিক রাজনৈতিক কর্মসূচির জন্য থিম সং ছিল। এর মধ্যে ২০২১ সালে বিধানসভা ভোটের সময় খেলা হবে ছাড়াও বাংলা নিজের মেয়েকে চায়ের মতো গানও তুমুল জনপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি তৃণমূলের নবজোয়ার যাত্রার গান প্রকাশ হয়েছে। ২০২১ বিধানসভা ভোটে খেলা হবে ছিল অন্যতম আকর্ষণ। এবার নয়া গানের লক্ষ্য কি ২০২৪-এর লোকসভা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 10:02 AM IST