21July TMC: রাত পোহালেই তৃণমূলের শহিদ স্মরণ! তিন ধাপে তিন উচ্চতায় তৈরি হচ্ছে তিনটে মঞ্চ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:BISWAJIT MISRA
Last Updated:
মূল মঞ্চের সামনে ডানদিকে পডিয়াম বক্তব্য রাখার জন্য। মূল মঞ্চ তিনটি ধাপে তৈরি হচ্ছে তিনটি উচ্চতায়। মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে থাকবেন মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেলিব্রিটি রা। পুরো মঞ্চকেই গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
কলকাতা: সোমবার ২১ জুলাই। মাঝে আর মাত্র একটা দিন। রবিবার রাত পোহালেই শহিদ স্মরণ দিবস। তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একুশের মঞ্চ। অমর একুশে জুলাইয়ের শহিদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৯৩ সালের ২১ জুলাই রাজ্যের তৎকালীন কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে রাইটার্স ভবনে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে, যাতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলি চালায়, যার ফলে ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়।
advertisement
advertisement
সেই শহিদদের স্মরণে মঞ্চ তৈরির কাজ চলছে। ধর্মতলা চত্বরজুড়ে একুশের পোস্টার এবং মাইক লেগে গেছে। নিরাপত্তার জন্য লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শেষ মুহূর্তের কাজ চলছে মঞ্চে ওঠার রাম্পের। মঞ্চের নীচের লোহার স্ট্রাকচারের কাজ শেষ। যার উপর তৈরি হবে মূল মঞ্চ।
advertisement
মূল মঞ্চের সামনে ডানদিকে পোডিয়াম বক্তব্য রাখার জন্য। মূল মঞ্চ তিনটি ধাপে তৈরি হচ্ছে তিনটি উচ্চতায়। মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে থাকবেন মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেলিব্রিটি রা। পুরো মঞ্চকেই গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
West Bengal
First Published :
July 19, 2025 10:38 AM IST