21July TMC: রাত পোহালেই তৃণমূলের শহিদ স্মরণ! তিন ধাপে তিন উচ্চতায় তৈরি হচ্ছে তিনটে মঞ্চ

Last Updated:

মূল মঞ্চের সামনে ডানদিকে পডিয়াম বক্তব্য রাখার জন্য। মূল মঞ্চ তিনটি ধাপে তৈরি হচ্ছে তিনটি উচ্চতায়। মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে থাকবেন মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেলিব্রিটি রা। পুরো মঞ্চকেই গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

News18
News18
কলকাতা: সোমবার ২১ জুলাই। মাঝে আর মাত্র একটা দিন। রবিবার রাত পোহালেই শহিদ স্মরণ দিবস। তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের একুশের মঞ্চ। অমর একুশে জুলাইয়ের শহিদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচি তৃণমূল কংগ্রেসের। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৯৩ সালের ২১ জুলাই রাজ্যের তৎকালীন কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে রাইটার্স ভবনে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে, যাতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য সচিত্র ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার দাবি জানানো হয়। বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলি চালায়, যার ফলে ১৩ জন নিহত এবং আরও অনেকে আহত হয়।
advertisement
advertisement
সেই শহিদদের স্মরণে মঞ্চ তৈরির কাজ চলছে। ধর্মতলা চত্বরজুড়ে একুশের পোস্টার এবং মাইক লেগে গেছে। নিরাপত্তার জন্য লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শেষ মুহূর্তের কাজ চলছে মঞ্চে ওঠার রাম্পের। মঞ্চের নীচের লোহার স্ট্রাকচারের কাজ শেষ। যার উপর তৈরি হবে মূল মঞ্চ।
advertisement
মূল মঞ্চের সামনে ডানদিকে পোডিয়াম বক্তব্য রাখার জন্য। মূল মঞ্চ তিনটি ধাপে তৈরি হচ্ছে তিনটি উচ্চতায়। মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে থাকবেন মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং সেলিব্রিটি রা। পুরো মঞ্চকেই গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
21July TMC: রাত পোহালেই তৃণমূলের শহিদ স্মরণ! তিন ধাপে তিন উচ্চতায় তৈরি হচ্ছে তিনটে মঞ্চ
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement