Indian Railways: ব্যাগের চেন খুলতেই বেরিয়ে এল বোঁটকা গন্ধ..সঙ্গে সঙ্গে নাকে চাপা দিল GRP জওয়ান! উল্টে ধরতেই এক এক করে বেরল...

Last Updated:
তেমনই একটা ঘটনা ঘটল লখনউয়ের চারবাগ স্টেশনে৷ জিআরপি জওয়ানরা চারবাগ স্টেশনে টহল দিচ্ছিলেন। তখন প্ল্যাটফর্মে বসে থাকা এক যাত্রীর উপর তাঁদের সন্দেহ হয়।
1/7
ভারতীয় রেলওয়ে একটা বিরাট নেটওয়ার্ক৷ সেই নেটওয়ার্কের মধ্যে বেআইনি কাজ যাতে না হয় তা নিয়ন্ত্রণ করে জিআরপি, আরপিএফ৷ প্রতিটা প্ল্যাটফর্মেই থাকে তাদের অতন্দ্র প্রহরা৷ Generated image
ভারতীয় রেলওয়ে একটা বিরাট নেটওয়ার্ক৷ সেই নেটওয়ার্কের মধ্যে বেআইনি কাজ যাতে না হয় তা নিয়ন্ত্রণ করে জিআরপি, আরপিএফ৷ প্রতিটা প্ল্যাটফর্মেই থাকে তাদের অতন্দ্র প্রহরা৷ Generated image
advertisement
2/7
তেমনই একটা ঘটনা ঘটল লখনউয়ের চারবাগ স্টেশনে৷ জিআরপি জওয়ানরা চারবাগ স্টেশনে টহল দিচ্ছিলেন। তখন প্ল্যাটফর্মে বসে থাকা এক যাত্রীর উপর তাঁদের সন্দেহ হয়। জওয়ানরা তাঁর কাছে এগিয়ে বলেন, ‘‘ব্যাগটা দেখি৷’’ যাত্রী বলে, ‘‘স্যার এগুলো নোংরা জামাকাপড়৷’’ জামাকাপড়ের ব্যাগ খোলার সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে আসে বোঁটকা গন্ধ৷ Generated image
তেমনই একটা ঘটনা ঘটল লখনউয়ের চারবাগ স্টেশনে৷ জিআরপি জওয়ানরা চারবাগ স্টেশনে টহল দিচ্ছিলেন। তখন প্ল্যাটফর্মে বসে থাকা এক যাত্রীর উপর তাঁদের সন্দেহ হয়। জওয়ানরা তাঁর কাছে এগিয়ে বলেন, ‘‘ব্যাগটা দেখি৷’’ যাত্রী বলে, ‘‘স্যার এগুলো নোংরা জামাকাপড়৷’’ জামাকাপড়ের ব্যাগ খোলার সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে আসে বোঁটকা গন্ধ৷ Generated image
advertisement
3/7
ব্যাগটা খোলার সাথে সাথেই কাপড় থেকে ঘামের তীব্র গন্ধ বের হয়। যাত্রীটি ভেবেছিল গন্ধ পেয়ে হয়ত ছিটকে সরে যাবেন GRP জওয়ানেরা৷ জওয়ানদের প্রাথমিক প্রতিক্রিয়া খানিকটা সেরকম হলেও তারা এগিয়ে আসেন ব্যাগের দিকে... Generated image
ব্যাগটা খোলার সাথে সাথেই কাপড় থেকে ঘামের তীব্র গন্ধ বের হয়। যাত্রীটি ভেবেছিল গন্ধ পেয়ে হয়ত ছিটকে সরে যাবেন GRP জওয়ানেরা৷ জওয়ানদের প্রাথমিক প্রতিক্রিয়া খানিকটা সেরকম হলেও তারা এগিয়ে আসেন ব্যাগের দিকে... Generated image
advertisement
4/7
বিষয়টা আন্দাজ করেই ওই যাত্রী তড়িঘড়ি উঠে পড়েন। বলে ওঠেন, ‘‘আমার ট্রেন এসে গেছে৷’’ যাত্রীর তাড়াহুড়ো দেখে আরই সন্দেহ হয় GRP-র। GRP র জওয়ানরা চালাকি ধরে ফেলে বলেন, ‘‘এখনও কোনও ট্রেন স্টেশনে আসেনি। সবাই দাঁড়িয়ে আছে।’’ বলে ফের ওই যাত্রীর ব্যাগ খুলে দেখাতে বলেন তাঁরা৷ Generated image
বিষয়টা আন্দাজ করেই ওই যাত্রী তড়িঘড়ি উঠে পড়েন। বলে ওঠেন, ‘‘আমার ট্রেন এসে গেছে৷’’ যাত্রীর তাড়াহুড়ো দেখে আরই সন্দেহ হয় GRP-র। GRP র জওয়ানরা চালাকি ধরে ফেলে বলেন, ‘‘এখনও কোনও ট্রেন স্টেশনে আসেনি। সবাই দাঁড়িয়ে আছে।’’ বলে ফের ওই যাত্রীর ব্যাগ খুলে দেখাতে বলেন তাঁরা৷ Generated image
advertisement
5/7
ব্যাগটা একেবারে উল্টো করে ধরে তার থেকে সব জামাকাপড় বের করেন GRP র জওয়ানরা৷ বেরিয়ে আসা ঘামের দুর্গন্ধ ওয়ালা জামাকাপড়৷ আর... Generated image
ব্যাগটা একেবারে উল্টো করে ধরে তার থেকে সব জামাকাপড় বের করেন GRP র জওয়ানরা৷ বেরিয়ে আসা ঘামের দুর্গন্ধ ওয়ালা জামাকাপড়৷ আর... Generated image
advertisement
6/7
দুর্গন্ধওয়ালা জামাকাপড়ের ভাঁজেই লুকনো ছিল চুরি যাওয়া মোবাইল ফোন৷ পাশাপাশি পাওয়ার যায় নগদ ১৫,০০০ টাকাও। গোটা ব্যাপারটাই চলে আসে সামনে৷ গ্রেফতার করা হয় ওই যাত্রীকে৷ জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই ব্যক্তি জানায় যে, সে ট্রেনে ঘুমন্ত যাত্রীদের ব্যাগ, মোবাইল, জিনিসপত্র ইত্যাদি চুরি করে পথচারীদের কাছে বিক্রি করে দেয়। এটাই তার পেশা৷ Generated image
দুর্গন্ধওয়ালা জামাকাপড়ের ভাঁজেই লুকনো ছিল চুরি যাওয়া মোবাইল ফোন৷ পাশাপাশি পাওয়ার যায় নগদ ১৫,০০০ টাকাও। গোটা ব্যাপারটাই চলে আসে সামনে৷ গ্রেফতার করা হয় ওই যাত্রীকে৷ জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই ব্যক্তি জানায় যে, সে ট্রেনে ঘুমন্ত যাত্রীদের ব্যাগ, মোবাইল, জিনিসপত্র ইত্যাদি চুরি করে পথচারীদের কাছে বিক্রি করে দেয়। এটাই তার পেশা৷ Generated image
advertisement
7/7
জিজ্ঞাসাবাদের সময় সে তার নাম মহম্মদ রিজওয়ান বলে জানায়৷ জানায় সে, জেজে কলোনি, বাওয়ানা, উত্তর পশ্চিম দিল্লির বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় জানায়, রিজওয়ান ৩-৪ মাস আগে চারবাগ রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এই মোবাইলটি চুরি করেছিল এবং আজ সে এই মোবাইলটি বিক্রি করতে এসেছিল। এর সাথে সে আরও জানায় যে প্রায় ১ মাস আগে সে চলন্ত ট্রেন জয়নগর ক্লোন এক্সপ্রেসের এসি কোচ থেকে একটি ব্যাগ চুরি করেছিল, যাতে কিছু টাকা ছিল যা খরচ হয়ে গিয়েছিল। Generated image
জিজ্ঞাসাবাদের সময় সে তার নাম মহম্মদ রিজওয়ান বলে জানায়৷ জানায় সে, জেজে কলোনি, বাওয়ানা, উত্তর পশ্চিম দিল্লির বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় জানায়, রিজওয়ান ৩-৪ মাস আগে চারবাগ রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এই মোবাইলটি চুরি করেছিল এবং আজ সে এই মোবাইলটি বিক্রি করতে এসেছিল। এর সাথে সে আরও জানায় যে প্রায় ১ মাস আগে সে চলন্ত ট্রেন জয়নগর ক্লোন এক্সপ্রেসের এসি কোচ থেকে একটি ব্যাগ চুরি করেছিল, যাতে কিছু টাকা ছিল যা খরচ হয়ে গিয়েছিল। Generated image
advertisement
advertisement
advertisement