Indian Railways: ব্যাগের চেন খুলতেই বেরিয়ে এল বোঁটকা গন্ধ..সঙ্গে সঙ্গে নাকে চাপা দিল GRP জওয়ান! উল্টে ধরতেই এক এক করে বেরল...
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তেমনই একটা ঘটনা ঘটল লখনউয়ের চারবাগ স্টেশনে৷ জিআরপি জওয়ানরা চারবাগ স্টেশনে টহল দিচ্ছিলেন। তখন প্ল্যাটফর্মে বসে থাকা এক যাত্রীর উপর তাঁদের সন্দেহ হয়।
advertisement
তেমনই একটা ঘটনা ঘটল লখনউয়ের চারবাগ স্টেশনে৷ জিআরপি জওয়ানরা চারবাগ স্টেশনে টহল দিচ্ছিলেন। তখন প্ল্যাটফর্মে বসে থাকা এক যাত্রীর উপর তাঁদের সন্দেহ হয়। জওয়ানরা তাঁর কাছে এগিয়ে বলেন, ‘‘ব্যাগটা দেখি৷’’ যাত্রী বলে, ‘‘স্যার এগুলো নোংরা জামাকাপড়৷’’ জামাকাপড়ের ব্যাগ খোলার সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে আসে বোঁটকা গন্ধ৷ Generated image
advertisement
advertisement
advertisement
advertisement
দুর্গন্ধওয়ালা জামাকাপড়ের ভাঁজেই লুকনো ছিল চুরি যাওয়া মোবাইল ফোন৷ পাশাপাশি পাওয়ার যায় নগদ ১৫,০০০ টাকাও। গোটা ব্যাপারটাই চলে আসে সামনে৷ গ্রেফতার করা হয় ওই যাত্রীকে৷ জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই ব্যক্তি জানায় যে, সে ট্রেনে ঘুমন্ত যাত্রীদের ব্যাগ, মোবাইল, জিনিসপত্র ইত্যাদি চুরি করে পথচারীদের কাছে বিক্রি করে দেয়। এটাই তার পেশা৷ Generated image
advertisement
জিজ্ঞাসাবাদের সময় সে তার নাম মহম্মদ রিজওয়ান বলে জানায়৷ জানায় সে, জেজে কলোনি, বাওয়ানা, উত্তর পশ্চিম দিল্লির বাসিন্দা। জিজ্ঞাসাবাদের সময় জানায়, রিজওয়ান ৩-৪ মাস আগে চারবাগ রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এই মোবাইলটি চুরি করেছিল এবং আজ সে এই মোবাইলটি বিক্রি করতে এসেছিল। এর সাথে সে আরও জানায় যে প্রায় ১ মাস আগে সে চলন্ত ট্রেন জয়নগর ক্লোন এক্সপ্রেসের এসি কোচ থেকে একটি ব্যাগ চুরি করেছিল, যাতে কিছু টাকা ছিল যা খরচ হয়ে গিয়েছিল। Generated image