বিধানসভার উত্তরের গেটেই রয়েছে দুই 'সম্পদ'! সাধারণের কাছে গৌরব পৌঁছে দিতে বড় উদ্যোগ!
- Published by:Tias Banerjee
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Cannon: রাজ্য বিধানসভার পক্ষ থেকে কামানগুলোর পুনর্নবীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য পূর্ত দফতরের নির্দেশে কাঠ শিল্পী রাহুল মন্ডল ও শেখ আরিফ এর দায়িত্ব পেয়েছেন। তাঁরা এখন কামানগুলোর চাকা এবং অন্যান্য অংশ মেরামতের কাজ করছেন।
কলকাতা: ১৮৩৫ সালের কামান! বিধানসভার ইতিহাসের অংশ হয়ে আছে সেগুলোও। বিধানসভার উত্তর গেটেই রয়েছে দুটি প্রাচীন কামান। বিধানসভার ইতিহাস অনুযায়ী, এই কামানগুলো ফোর্ট উইলিয়াম থেকে আনা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই কামানগুলোর অবস্থা খারাপ হয়ে পড়েছিল। বিশেষ করে, কামানের চাকা মাটিতে বসে যাওয়ার কারণে এর ঐতিহাসিক গুরুত্ব হ্রাস পাচ্ছিল।
আরও পড়ুন- প্রজনন ক্ষমতা তলানিতে! জনসংখ্যা যে হারে কমছে, শীঘ্রই ‘বিলুপ্ত’ হতে পারে…! জানেন কোন রাজ্য?

advertisement
১৮৩৫ সালের কামান: বিধানসভার ইতিহাসের অংশ, সংরক্ষণের উদ্যোগ!
কামান পুনরুদ্ধারের কাজ শুরু
রাজ্য বিধানসভার পক্ষ থেকে কামানগুলোর পুনর্নবীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য পূর্ত দফতরের নির্দেশে কাঠ শিল্পী রাহুল মন্ডল ও শেখ আরিফ এর দায়িত্ব পেয়েছেন। তাঁরা এখন কামানগুলোর চাকা এবং অন্যান্য অংশ মেরামতের কাজ করছেন।
advertisement

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিধানসভা জুড়ে বহু ইতিহাস লুকিয়ে আছে। সেগুলো সংরক্ষণ করার মাধ্যমে আমরা মানুষের কাছে ইতিহাসের মূল্য পৌঁছে দিতে চাই। এটি ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে অবগত হতে সাহায্য করবে।”
advertisement
এই ঐতিহাসিক কামানগুলো শুধুমাত্র একটি নিদর্শন নয়, বরং অতীতের গৌরবময় অধ্যায়ের সাক্ষী। সংরক্ষণের মাধ্যমে এই ইতিহাসকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া হতে চলেছে বর্তমানে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
January 14, 2025 3:33 PM IST