বিধানসভার উত্তরের গেটেই রয়েছে দুই 'সম্পদ'! সাধারণের কাছে গৌরব পৌঁছে দিতে বড় উদ্যোগ!

Last Updated:

Cannon: রাজ্য বিধানসভার পক্ষ থেকে কামানগুলোর পুনর্নবীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য পূর্ত দফতরের নির্দেশে কাঠ শিল্পী রাহুল মন্ডল ও শেখ আরিফ এর দায়িত্ব পেয়েছেন। তাঁরা এখন কামানগুলোর চাকা এবং অন্যান্য অংশ মেরামতের কাজ করছেন।

বিধানসভার উত্তরের গেটেই রয়েছে দুই 'সম্পদ'! সাধারণের কাছে গৌরব পৌঁছে দিতে বড় উদ্যোগ!
বিধানসভার উত্তরের গেটেই রয়েছে দুই 'সম্পদ'! সাধারণের কাছে গৌরব পৌঁছে দিতে বড় উদ্যোগ!
কলকাতা: ১৮৩৫ সালের কামান! বিধানসভার ইতিহাসের অংশ হয়ে আছে সেগুলোও। বিধানসভার উত্তর গেটেই রয়েছে দুটি প্রাচীন কামান। বিধানসভার ইতিহাস অনুযায়ী, এই কামানগুলো ফোর্ট উইলিয়াম থেকে আনা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এই কামানগুলোর অবস্থা খারাপ হয়ে পড়েছিল। বিশেষ করে, কামানের চাকা মাটিতে বসে যাওয়ার কারণে এর ঐতিহাসিক গুরুত্ব হ্রাস পাচ্ছিল।
১৮৩৫ সালের কামান: বিধানসভার ইতিহাসের অংশ, সংরক্ষণের উদ্যোগ! 
advertisement
১৮৩৫ সালের কামান: বিধানসভার ইতিহাসের অংশ, সংরক্ষণের উদ্যোগ!
কামান পুনরুদ্ধারের কাজ শুরু
রাজ্য বিধানসভার পক্ষ থেকে কামানগুলোর পুনর্নবীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য পূর্ত দফতরের নির্দেশে কাঠ শিল্পী রাহুল মন্ডল ও শেখ আরিফ এর দায়িত্ব পেয়েছেন। তাঁরা এখন কামানগুলোর চাকা এবং অন্যান্য অংশ মেরামতের কাজ করছেন।
advertisement
                                                    ইতিহাস সংরক্ষণের উদ্যোগ 
বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বিধানসভা জুড়ে বহু ইতিহাস লুকিয়ে আছে। সেগুলো সংরক্ষণ করার মাধ্যমে আমরা মানুষের কাছে ইতিহাসের মূল্য পৌঁছে দিতে চাই। এটি ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে অবগত হতে সাহায্য করবে।”
advertisement
এই ঐতিহাসিক কামানগুলো শুধুমাত্র একটি নিদর্শন নয়, বরং অতীতের গৌরবময় অধ্যায়ের সাক্ষী। সংরক্ষণের মাধ্যমে এই ইতিহাসকে বাঁচিয়ে রাখার উদ্যোগ নেওয়া হতে চলেছে বর্তমানে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিধানসভার উত্তরের গেটেই রয়েছে দুই 'সম্পদ'! সাধারণের কাছে গৌরব পৌঁছে দিতে বড় উদ্যোগ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement